Embassy of the United States of America
Public Affairs Section
Tel: 880-2-55662000
Fax: 880-2-9881677, 9885688
E-mail: DhakaPA@state.gov
Website: https://bd.usembassy.gov
U.S. PROVIDES DNA DATABASE TRAINING, DELIVERS DNA INDEX SOFTWARE TO BANGLADESH POLICE TO ENHANCE IDENTIFICATION CAPABILITY
DHAKA, FEBRUARY 22, 2018 – On Thursday, the U.S. Ambassador to Bangladesh Marcia Bernicat attended the “Combined DNA Index System (CODIS) DNA Database Training” graduation ceremony for 21 Dhaka Metropolitan Criminal Investigation Department (CID) officers. At this event, the Ambassador formally handed over the CODIS software to the Bangladesh National Police to enhance identification capability at their DNA laboratory.
CODIS is a software platform that blends forensic science and computer technology. DNA analysts use CODIS to search for and compare DNA profiles obtained from crime scene evidence against DNA profiles from other crime scenes and from convicted offenders and arrestees. This database can also be utilized to assist in the identification of mass casualty victims.
In response to a request from the chief of CID, the United States International Criminal Investigative Training Assistance Program (ICITAP) and the Federal Bureau of Investigation (FBI) sought and obtained U.S. Counterterrorism Bureau funding to provide Bangladesh with CODIS capabilities. The FBI donated the CODIS software and the instructors for the week-long training. ICITAP provided the server, operating software licenses, and travel expenses for the trainers.
As the Chief Guest, Ambassador Bernicat stated that, “CODIS offers criminal justice practitioners new opportunities in their effort to promote and support the rule of law in Bangladesh. CODIS offers objective conclusions, rather than opinions. It will help convict the guilty, as well as exonerate the innocent. CODIS will help investigators seek the truth through solid, scientific facts, not conjecture.”
Previously, the United States also donated CODIS to the Dhaka Medical College Hospital enabling the authorities to identify the remains of hundreds of victims of the April 2013 Rana Plaza garment complex collapse.
GR/2018
======================
সনাক্তকরণ সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশকে যুক্তরাষ্ট্রের ডিএনএ ডাটাবেজ বিষয়ক প্রশিক্ষণ ও ডিএনএ ইন্ডেক্স সফটওয়্যার প্রদান
ঢাকা, ২২শে ফেব্রুয়ারি, ২০১৮– ঢাকা মেট্রপলিটন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ২১ জন কর্মকর্তার “কম্বাইন্ড ডিএনএ ইন্ডেক্স সিস্টেম (কোডিস)-ডিএনএ ডাটাবেজ বিষয়ক প্রশিক্ষণ” কর্মশালা সমাপ্তি অনুষ্ঠানে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে কোডিস সফটওয়্যার হস্তান্তর করেন। সফটওয়্যারটি সিআইডি’র ডিএনএ পরীক্ষাগারের সনাক্তকরণ সক্ষমতা বৃদ্ধি করবে।
কোডিস একটি সফটওয়্যার প্লাটফর্ম যেটি ফরেনসিক বিজ্ঞান ও কম্পিউটার প্রযুক্তিকে একত্রিত করেছে। ডিএনএ বিশ্লেষকগণ কোন অপরাধস্থল থেকে প্রাপ্ত ডিএনএ প্রোফাইল কোডিস ব্যবহার করে অন্য অপরাধস্থল থেকে প্রাপ্ত অথবা সাজাপ্রাপ্ত আসামীদের ডিএনএ প্রোফাইলের সাথে তুলনার মাধ্যমে মিল খুঁজ়ে বের করেন। বহু হতাহত হতে পারে এমন ঘটনার ক্ষেত্রে হতাহতদের সনাক্তকরণেও ডাটাবেজটি ব্যবহৃত হতে পারে।
সিআইডি প্রধান এর অনুরোধের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ট্রেনিং এসিস্টেন্স প্রোগ্রাম (ইসিট্যাপ) ও এফবিআই এর লিগ্যাল অ্যাটাশে কর্মসূচি (লিগ্যাট) বাংলাদেশের কোডিস সক্ষমতা অর্জনে যুক্তরাষ্ট্র কাউন্টার টেররিজম ব্যুরো থেকে কোডিস এর জন্য তহবিল এর ব্যবস্থা করে। এফবিআই কোডিস সফটওয়্যার ও সপ্তাহব্যাপী প্রশিক্ষণের জন্য প্রশিক্ষক প্রদান করে। ইসিট্যাপ সার্ভার, অপারেটিং সফটওয়্যার লাইসেন্স এবং প্রশিক্ষকদের ভ্রমণ ব্যয় প্রদান করে।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, “কোডিস অপরাধ বিচারের কাজে জড়িতদের জন্য বাংলাদেশের আইনের শাসন এর প্রসারে নতুন সুযোগ সৃষ্টি করবে। কোডিস এর মাধ্যমে অনুমান ভিত্তিক মন্তব্যের পরিবর্তে বস্তুনিষ্ঠ সমাধান সম্ভব হবে। এর ফলে দোষী ব্যাক্তি সনাক্তকরণ সহজ হবে এবং নির্দোষ ব্যাক্তি হয়রানির শিকার হবে না। কোডিস এর মাধ্যমে তদন্তকারীরা অনুমানের পরিবর্তে বৈজ্ঞানিক তথ্য ভিত্তিক বস্তুনিষ্ঠ সত্য উদঘাটন করতে পারবে”।
পূর্বে, যুক্তরাষ্ট্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে কোডিস প্রযুক্তি প্রদান করেছিল যার ফলে কর্তৃপক্ষ ২০১৩ সালে রানা প্লাজা পোশাকশিল্প কারখানা দুর্ঘটনায় শতশত ভুক্তভোগীদের অসনাক্ত দেহবিশেষ সনাক্ত করতে সক্ষম হয়েছিল।
জিআর/২০১৮
======================
