U.S. Embassy Partners with Local Law Enforcement to Build Capacity of Medical First Responders

U.S. Embassy Partners with Local Law Enforcement to Build Capacity of Medical First Responders

Since 2014, more than 600 first responders from the Bangladesh Police nationwide have participated in the program.   

 

DHAKA, January 8, 2020 – From January 5-8, 2020, U.S. Embassy Dhaka conducted its first Medical First Responder Seminar (MFRS) of 2020.  Twenty eight police officers from Bangladesh Metropolitan Police, Industrial Police, Armed Police Battalion, Highway Police, Criminal Investigation Department, and instructors from various Bangladesh Police Academies participated in the four-day seminar.  Participants participated in hands-on practical exercises  and each received an emergency first-aid kit with medical supplies sourced from Bangladesh.  In addition to strengthening the capacity of local first responders from Bangladesh agencies to respond to emergency and crisis situations, these seminars highlight U.S. commitment to Bangladesh’s national security and reflect the important security relationship between the United States and Bangladesh.

During this week’s seminar, graduates of previous MFRS courses, Mehedi Hassan and Shohagh Mia, helped conduct the seminar as part of a “train the trainer” initiative aimed at increasing Bangladesh security services’ capacity to train and equip their own personnel.  Mehedi, a 2016 MFRS participant, is a basic training instructor for the Bangladesh Police Academy and has been an assistant instructor for eight previous seminars.  Shohagh, a 2019 graduate, works for the Training and Sports Department at the Police Headquarters in Dhaka.

Since the start of the program in 2014, more than 600 first responders from across Bangladesh have participated in the program.  In 2019 alone, the Embassy conducted eight seminars in four of Bangladesh’s eight administrative divisions, training over 200 Bangladeshi responders from the Bangladesh Police, Bangladesh Coast Guard, Bangladesh Fire and Civil Defense, and Border Guards Bangladesh.

The Medical First Responder Seminar is one of the many initiatives of the U.S. government to promote greater cooperation, dialogue, and mutual understanding between Bangladesh and the United States, and a strong partnership to help ensure a free and open Indo-Pacific region.

================

 

চিকিৎসা বিষয়ক জরুরি সেবাদাতাদের সক্ষমতা বৃদ্ধির জন্য স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতা

২০১৪ সাল থেকে দেশব্যাপী বাংলাদেশ পুলিশ থেকে ৬০০ এর বেশি কর্মী এই জরুরি সেবাদাতা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছে

 

ঢাকা, জানুয়ারি, ২০২০– যুক্তরাষ্ট্র দূতাবাস ৫ থেকে ৮ জানুয়ারি তাদের ২০২০ সালের প্রথম জরুরি চিকিৎসা সেবাদাতা সেমিনার (এমএফআরএস) পরিচালনা করে। মহানগর পুলিশ, শিল্প পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, হাইওয়ে পুলিশ, অপরাধ তদন্ত বিভাগের ২৮ জন কর্মকর্তা এবং বাংলাদেশের বিভিন্ন পুলিশ একাডেমির প্রশিক্ষকরা চার দিনের এই সেমিনারে অংশ নেন।

সেমিনারে অংশগ্রহণকারীরা হাতেকলমে অনুশীলনে অংশ নেন। তাদের প্রত্যেককে বাংলাদেশ থেকে সংগৃহীত উপকরণ সম্বলিত একটি জরুরি প্রাথমিক চিকিৎসার কিট দেওয়া হয়। জরুরি ও সঙ্কটের পরিস্থিতিতে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারি সংস্থাগুলোর জরুরি সেবাদাতাদের সক্ষমতা জোরদার করার পাশাপাশি এ সেমিনারগুলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে তুলে ধরে। এছাড়া সেমিনারটি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যকার গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সম্পর্ককেও প্রতিফলিত করে।

এ সপ্তাহের সেমিনারে এর আগের এমএফআরএস কোর্স সম্পন্ন করা মেহেদী হাসান ও সোহাগ মিয়া ‘প্রশিক্ষকের প্রশিক্ষক’ উদ্যোগের অংশ হিসাবে সেমিনার পরিচালনায় সহায়তা করেন। এ উদ্যোগটির লক্ষ্য হচ্ছে নিজেদের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আইনশৃংখলা বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধি করা। ২০১৬ সালের এমএফআরএস-এ অংশগ্রহণকারী মেহেদী হাসান বাংলাদেশ পুলিশ একাডেমির মৌলিক প্রশিক্ষণ কর্মসূচির একজন প্রশিক্ষক। তিনি আগে আটটি সেমিনারে সহকারি প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। আর ২০১৯ সালের সেমিনারে অংশ নেওয়া সোহাগ ঢাকার পুলিশ সদর দফতরে প্রশিক্ষণ ও ক্রীড়া বিভাগে কর্মরত।

২০১৪ সালে এমএফআরএস কর্মসূচি শুরু হওয়ার পর থেকে সারা দেশ থেকে ৬০০ জনের বেশি জরুরি সেবাদানকারী এতে অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্র দূতাবাস শুধু ২০১৯ সালেই বাংলাদেশের আটটি বিভাগের চারটিতে এ সেমিনার করেছে। এতে পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং বর্ডার গার্ডস বাহিনীর ২০০ জনের বেশি সদস্যকে জরুরি সেবার প্রশিক্ষণ দেওয়া হয়।

এই জরুরি চিকিৎসা সেবাদাতা বিষয়ক সেমিনারটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর সহযোগিতা, সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়াকে এগিয়ে নেওয়া এবং একটি স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে জোরদার অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের গৃহীত অনেকগুলো উদ্যোগের অন্যতম।

================