DHAKA, AUGUST 11, 2019 – The U.S. Embassy in Dhaka, including the Consular Section and the American Center with the Archer K. Blood American Center Library and the EducationUSA Student Advising Center, will be closed on Monday and Tuesday, August 12-13, 2019, in observance of Eid-ul-Adha..
Emergency services for American citizens will remain available. Please call 5566-2000 and ask for the duty officer.
==============
ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ১২ এবং ১৩ আগস্ট যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে
ঢাকা, ১১ আগস্ট, ২০১ ৯ – ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী সোম এবং মঙ্গলবার, ১২ এবং ১৩ আগস্ট, ২০১ ৯ ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে। ঈদ-উল-আযহা বাংলাদেশের একটি জাতীয় ছুটির দিন।
তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।