U.S. Embassy, CTTCU, and UN Cosponsor National Conference on Preventing and Countering Violent Extremism

U.S. Embassy, CTTCU, and UN Cosponsor National Conference on Preventing and Countering Violent Extremism

Representatives from the Government of Bangladesh, civil society, and academia join forces to prepare draft National CVE Strategy for submission to the Government of Bangladesh.

 

DHAKA, December 9 – The United States Embassy, the Bangladesh Police Counter Terrorism and Transnational Crime Unit (CTTCU), and the United Nations jointly opened a two-day National Conference on Preventing and Countering Violent Extremism, December 9-10, 2019, at the International Convention City in Bashundhara, Dhaka.  Speaker of Parliament Shirin Sharmin Chaudhury, International Affairs Advisor to the Honorable Prime Minister Dr. Gowher Rizvi, CTTCU Chief Monirul Islam, UN Resident Coordinator Mia Seppo, and U.S. Ambassador to Bangladesh Earl Miller opened the event.  The speakers stressed the need for a broad approach to violent extremism throughout the world, urging researchers, development partners, politicians, law enforcement, and civil society to collaborate against the drivers of violent extremism.

The conference, featuring representatives from the Bangladesh government, civil society, and academia, is supported by the U.S. Embassy through the United States Agency for International Development (USAID), UN Bangladesh, the UN Counter-Terrorism Centre of the UN Office of Counter Terrorism, and the UN Development Programme.  During the conference, participants will showcase their ideas and efforts to prevent and counter violent extremism and will prepare a draft National CVE Strategy to be submitted to the Government of Bangladesh.

========================

যুক্তরাষ্ট্র দূতাবাস, সিটিটিসিইউ এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে সহিংস চরমপন্থা প্রতিরোধ মোকাবেলা (সিভিই) বিষয়ক জাতীয় সম্মেলন

বাংলাদেশ সরকার, নাগরিক সমাজ এবং শিক্ষাগবেষণা ক্ষেত্রের প্রতিনিধিরা সহিংস চরমপন্থা মোকাবেলা বিষয়ক জাতীয় (সিভিই) কর্মকৌশলের খসড়া তৈরি করতে একসঙ্গে কাজ করছেন।  কর্মকৌশলটি বাংলাদেশ সরকারের কাছে জমা দেওয়া হবে।

 

ঢাকা, ডিসেম্বর– যুক্তরাষ্ট্র দূতাবাস, বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসিইউ) এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে ৯-১০ ডিসেম্বরে আয়োজিত দুদিনের সহিংস চরমপন্থা প্রতিরোধ ও মোকাবেলা বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন হলো।  অনুষ্ঠানটি হয় ঢাকার বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটিতে।

জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, সিটিটিসিইউর প্রধান মনিরুল ইসলাম, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার অনুষ্ঠানের উদ্বোধন করেন।  অনুষ্ঠানের বক্তারা বিশ্বজুড়ে সহিংস চরমপন্থা মোকাবেলার একটি বিস্তৃত পদ্ধতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং গবেষক, উন্নয়ন সহযোগী, রাজনীতিবিদ, আইন প্রয়োগকারী সংস্থা এবং নাগরিক সমাজকে সহিংস উগ্রবাদ উস্কে দেওয়া কারণগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

বাংলাদেশ সরকার, নাগরিক সমাজ এবং শিক্ষা-গবেষণা ক্ষেত্রের প্রতিনিধিরা সম্মেলনটিতে অংশ নিচ্ছেন।  আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা সংস্থা ইউএসএআইডির মাধ্যমে যুক্তরাষ্ট্র দূতাবাস, জাতিসংঘ বাংলাদেশ দপ্তর, জাতিসংঘের সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক দপ্তরের সন্ত্রাস মোকাবেলা কেন্দ্র এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এতে সহযোগিতা করছে।  এ সম্মেলনে অংশগ্রহণকারীরা সহিংস উগ্রবাদ প্রতিরোধ ও মোকাবেলার ক্ষেত্রে তাদের চিন্তা ও প্রচেষ্টাগুলো তুলে ধরবেন এবং বাংলাদেশ সরকারের কাছে জমা দেওয়ার জন্য জাতীয় সিভিই কৌশলের একটি খসড়া তৈরি করবেন।

=====================