Embassy of the United States of America
Public Affairs Section
Tel: 880-2-55662000
Fax: 880-2-9881677, 9885688
E-mail: DhakaPA@state.gov
Website: https://bd.usembassy.gov
U.S. ASSISTANCE IN RESPONSE TO THE ROHINGYA REFUGEE CRISIS IN BANGLADESH
DHAKA, NOVEMBER 16 – Yesterday, Secretary of State Rex Tillerson announced in Nay Pyi Taw, Burma that the United States will provide an additional $47 million in humanitarian assistance for refugees in Bangladesh. This brings the total United States’ assistance in Bangladesh for the refugee crisis to $83 million since August 2017.
U.S. assistance goes to our international organization partners on the ground, including the International Organization for Migration (IOM), the UN High Commissioner for Refugees (UNHCR), the UN Children’s Fund (UNICEF), and the World Food Program (WFP), which help provide protection, emergency shelter, food and nutritional assistance, as well as health care and psychosocial support for the more than 600,000 displaced Rohingya from the Rakhine State. This assistance is in addition to ongoing development assistance that also benefits host communities in Bangladesh.
Secretary Tillerson said, “The humanitarian scale of this crisis is staggering. Over 600,000 Rohingya, mostly women and children have fled to Bangladesh, and an unknown number remain internally displaced with limited access to food, water, and shelter.” He added, “The United States remains dedicated to humanitarian initiatives all over the world and is proud to distribute these funds as part of our ongoing efforts to help those who are suffering.”
For further information, please contact the Embassy Press Section at DhakaPAPress@state.gov.
=============
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা
ঢাকা, ১৬ই নভেম্বর, ২০১৭ – গতকাল, নে পি ত, বার্মায়, সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন বাংলাদেশে আশ্রয় নেয়া শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের আরো ৪৭ মিলিয়ন ডলার মানবিক সহায়তা ঘোষণা করেন। এই ঘোষণার পর আগস্ট ২০১৭ থেকে শরণার্থী সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে দেয়া সহায়তা মোট ৮৩ মিলিয়ন ডলারে পৌঁছালো।
যুক্তরাষ্ট্রের সহায়তা মাঠপর্যায়ে আমাদের আন্তর্জাতিক অংশীদার সংস্থাগুলোর কাছে পৌঁছায় যার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল অরগ্যানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম), ইউএন হাই কমিশনার ফর রিফিউজিস (ইউএনএইচসিআর), ইউএন চিলড্রেনস ফান্ড (ইউনিসেফ), এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডাব্লিউএফপি), যারা রাখাইন রাজ্য থেকে উচ্ছেদ হওয়া ছয় লাখেরও বেশি রোহিঙ্গাদের সুরক্ষা, জরুরী আশ্রয়, খাদ্য এবং পুষ্টি সহায়তা, স্বাস্থ্য সেবা ও মনস্তাত্বিক এবং সামাজিক সহায়তা প্রদান করছে। এই সহায়তা চলমান উন্নয়ন সহায়তার অতিরিক্ত হিসেবে যুক্ত হল যা বাংলাদেশের আশ্রয়প্রদানকারী স্থানীয় জনগোষ্ঠী উপকৃত হবে।
সেক্রেটারি টিলারসন বলেন, “এই বিপর্যয়ের মানবিক সঙ্কটের মাত্রা ভয়াবহঃ ছয় লাখেরও বেশী রোহিঙ্গা যাদের বেশীরভাগেরই নারী ও শিশু, বাংলাদেশে পালিয়ে গেছে এবং তাঁদের আরো অজানা সংখ্যক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন যাদের খাদ্য, পানি ও আশ্রয়ের অপর্যাপ্ততা রয়েছে। তিনি বলেন, “বিশ্বব্যাপী মানবিক উদ্যোগের জন্য যুক্তরাষ্ট্র নিবেদিত রয়েছে এবং রোহিঙ্গাদের সাহায্য করার জন্য আমাদের চলমান প্রচেষ্টার অংশ হিসাবে এই তহবিল বিতরণ করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।”
আরো তথ্যের জন্য যোগাযোগ করুন: DhakaPAPress@state.gov.
In PDF (555 KB)
