Embassy of the United States of America
Public Affairs Section
Tel: 880-2-55662000
Fax: 880-2-9881677, 9885688
E-mail: DhakaPA@state.gov
Website: https://bd.usembassy.gov
THE UNITED STATES ANNOUNCES HUMANITARIAN ASSISTANCE FOR ROHINGYA AND OTHER VULNERABLE PEOPLE IN BURMA AND BANGLADESH
Dhaka, May 15, 2018— Today, the United States announces more than $44 million in additional humanitarian assistance to meet the urgent needs of Rohingya refugees in Bangladesh and people affected by violence and conflict in Burma. This funding brings the total U.S. humanitarian assistance for displaced people in and from Burma to more than $299 million since the beginning of Fiscal Year 2017.
Since last August, nearly 700,000 Rohingya people have fled violence in Burma’s Rakhine State and crossed the border into Bangladesh, which was already hosting more than 300,000 Rohingya refugees. In addition, 8.3 million people in Burma live in areas affected by conflict, not only in Rakhine State, but throughout the country. This conflict, and the ensuing displacement of people, has created one of the world’s largest humanitarian crises.
As the world’s largest humanitarian donor, the United States is actively responding to urgent needs on both sides of the Burma-Bangladesh border. With this new investment, the United States will provide the following:
- Bangladesh – emergency food assistance for refugees in and around Cox’s Bazar. This includes emergency food for general distribution, specialized foods to treat acute malnutrition, and vouchers so refugees can buy food in local markets, where available.
- Burma – emergency food and nutrition assistance, shelter, medical care, and other critical aid for millions of people affected by the ongoing conflicts in Rakhine, Shan, and Kachin States.
The United States remains committed to helping those affected by conflict and commends the Government and people of Bangladesh, who have responded swiftly and generously to the refugees arriving in Bangladesh. We urge the Government of Burma to provide free and unhindered humanitarian access throughout the country so our life-saving aid can reach communities and people in need.
============================
যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও বার্মায় বসবাসরত রোহিঙ্গা ও
অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা ঘোষণা করলো
ঢাকা, ১৫ই মে– আজ, যুক্তরাষ্ট্র বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থী এবং বার্মায় সহিংসতা ও সংঘর্ষে আক্রান্ত জনগোষ্ঠীর জরুরি প্রয়োজন মেটানোর লক্ষ্যে অতিরিক্ত ৪৪ মিলিয়ন ডলার মানবিক সহায়তা ঘোষণা করেছে। এই নতুন ঘোষিত তহবিল ২০১৭ অর্থবছরে বার্মায় ও বার্মা থেকে আগত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্রের পূর্বঘোষিত সহায়তার সাথে যুক্ত হয়ে ২৯৯ মিলিয়ন ডলারেরও বেশী হয়েছে।
২০১৭ সালের আগস্ট মাস থেকে প্রায় ৭০০,০০০ রোহিঙ্গা বার্মার রাখাইন রাজ্যের সহিংসতা থেকে পালিয়ে সীমান্তের এপারে বাংলাদেশে এসেছে, যেখানে ইতমধ্যেই ৩০০,০০০-এরও বেশি রোহিঙ্গা শরণার্থী আশ্রয় দেয়া হয়েছিল। এছাড়াও, ৮.৩ মিলিয়ন মানুষ বার্মায় শুধুমাত্র রাখাইন রাজ্য ছাড়াও সারা দেশে অন্যান্য সহিংসতা আক্রান্ত অঞ্চলগুলোতে বাস করছে। এই সংঘাত এবং আসন্ন বাস্তুচ্যুতির সম্ভাবনা বিশ্বের অন্যতম বৃহত্তম মানবিক সঙ্কট সৃষ্টি করেছে।
বিশ্বের সর্ববৃহৎ মানবিক সহায়তার দাতা দেশ হিসেবে, যুক্তরাষ্ট্র বার্মা-বাংলাদেশ সীমান্তের দু’পাশে জরুরি প্রয়োজন মেটাতে সক্রিয়ভাবে সাড়া দিচ্ছে। এই নতুন তহবিলের মাধ্যমে যুক্তরাষ্ট্র নিম্নলিখিত সহায়তা প্রদান করবে –
বাংলাদেশে – কক্সবাজার ও এর পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত শরণার্থীদের জন্য জরুরি খাদ্য সহায়তা। এই সহায়তার অন্তর্ভুক্ত জরুরি খাদ্য বন্টন , তীব্র পুষ্টিহীনতারোধে বিশেষ খাবার এবং ভাউচার, যা ব্যবহার করে শরণার্থীরা স্থানীয় বাজার থেকে সুলভে খাদ্যসামগ্রী ক্রয় করতে পারবে।
বার্মায় – রাখাইন, শান ও কাচিন রাজ্যে বসবাসরত সঙ্কটাক্রান্ত লক্ষাধিক মানুষের জন্য জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা, বাসস্থান, স্বাস্থসেবা এবং অন্যান্য অতি-আবশ্যকীয় সাহায্য।
যুক্তরাষ্ট্র সহিংসতায় আক্রান্ত জনগোষ্ঠীকে সহায়তা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ আছে, এবং বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাচ্ছে বাংলাদেশে আগত শরণার্থীদেরকে দ্রুত ও উদারতার সাথে সাড়া প্রদান করার জন্য। আমরা বার্মা সরকারকে দেশব্যাপী মুক্ত ও অবাধ মানবিক সহায়তার প্রবেশাধিকার প্রদানের অনুরোধ জানাচ্ছে, যাতে আমাদের জীবনরক্ষাকারী সহায়তাসামগ্রী ঝুঁকিপূর্ণ জনসাধারণের কাছে সহজে পৌঁছাতে পারে।
====================
The U.S. Agency for International Development is leading the U.S. Government’s efforts to end extreme poverty and promote resilient, democratic societies.
US-EMBASSY-ROHINGYA-FUNDING-FACT-SHEET
