STATEMENT BY SPOKESPERSON CLAYTON M. MCCLESKEY ON THE SECOND ANNIVERSARY OF THE MURDER OF XULHAZ MANNAN

Embassy of the United States of America
Public Affairs Section
Tel: 880-2-55662000
Fax: 880-2-9881677, 9885688
E-mail: DhakaPA@state.gov
Website: https://bd.usembassy.gov

 

STATEMENT BY SPOKESPERSON CLAYTON M. MCCLESKEY ON THE SECOND ANNIVERSARY OF THE MURDER OF XULHAZ MANNAN

 

On April 25, 2016, USAID employee Xulhaz Mannan was brutally murdered for his advocacy for human rights in Bangladesh.  On the second anniversary of this tragedy, we reflect on Xulhaz’s courage and conviction as a champion for human rights, non-discrimination, and inclusion.  We also renew our call for the authorities in Bangladesh to bring to justice the perpetrators of this heinous crime.

Xulhaz devoted his life to promoting progress in the country he loved dearly.  He believed deeply that all people – no matter who they are or who they love – deserve dignity, freedom, and respect.  Today we reaffirm our commitment to the principle of inclusion that drove Xulhaz’s work.

Earlier this month, USAID Administrator Mark Green announced the creation of the Xulhaz Mannan Inclusive Development Award.  This annual award will be presented to a USAID employee who demonstrates a commitment to the inclusion of marginalized populations – including persons with disabilities, LGBT people, indigenous peoples, youth, and ethnic and religious minorities – in USAID’s development efforts.  USAID is proud to honor Xulhaz’s legacy with this award.

 

========================

জুলহাজ মান্নান হত্যার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইউএসএআইডি’র মুখপাত্র  ক্লেটন এম ম্যাকলেস্কি’র বিবৃতি

 

২৫শে এপ্রিল ২০১৬ সালে ইউএসএআইডি’র কর্মী জুলহাজ মান্নান বাংলাদেশে মানবাধিকার এর জন্য কাজ করতে গিয়ে নৃশংসভাবে খুন হন। এই মর্মস্পর্শী ঘটনার দ্বিতীয় বার্ষিকীতে মানবাধিকার, অ-বৈষম্য এবং অন্তর্ভুক্তি’র চ্যাম্পিয়ন হিসেবে জুলহাজের সাহসিকতা ও বিশ্বাসকে আমারা স্মরণ করি।  আমারা বাংলাদেশী কর্তৃপক্ষের কাছে পুনরায় আহবান করছি এই নৃশংস অপরাধের অপরাধীদের বিচারের আওতায় আনতে।

জুলহাজ তার জীবন উৎসর্গ করেছিলেন দেশের প্রবৃদ্ধির জন্য যে দেশকে তিনি খুবই ভালবাসতেন। তিনি বিশ্বাস করতেন গভীরভাবে যে সকল মানুষের তারা যেই হোক বা যাকেই ভালবাসুক না কেন  মর্যাদা, স্বাধীনতা, ও সম্মান পাবার অধিকার রয়েছে।  আজকে আমরা যে অন্তর্ভুক্তি নীতি জুলহাজের কাজকে অনুপ্রাণিত করেছিল তার প্রতি আমাদের সংকল্প পুনরায় ব্যক্ত করছি।

এই মাসের প্রারম্ভে, ইউএসএআইডি’র প্রশাসক মার্ক গ্রিন জুলহাজ মান্নান অন্তর্ভুক্তি উন্নয়ন পুরস্কার ঘোষণা করেন।  এই বার্ষিকী পুরস্কার ইউএসএআইডি’র একজন কর্মীকে প্রদান করা হবে যারা প্রান্তিক জনগণ যেমন শারিরীকভাবে অক্ষম জনগণ, এলজিবিটি,  আদিবাসী, তরুণ, নৃগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘুদের ইউএসএআইডি’র উন্নয়ন প্রচেষ্টায় অন্তর্ভুক্তি করতে দৃঢ় সংকল্প প্রদর্শন করবেন। ইউএসএআইডি এই পুরস্কারের মাধ্যমে জুলহাজের স্মৃতির প্রতি সম্মান জানাতে পেরে গর্বিত।

In-PDF

Adobe Reader Icon
Adobe Reader Icon