Statement by Ambassador Miller on Global Magnitsky Designations

Statement by Ambassador Miller on Global Magnitsky Designations

 

DHAKA, December 11, 2019 – Yesterday, on December 10, the Departments of State and Treasury announced the imposition of financial sanctions under the Global Magnitsky program on four top current and former Burmese military leaders for their role in serious human rights abuses. This brings to nine the number of Burmese security force members, plus two units, who have been sanctioned by the United States since 2017 for serious human rights abuses.

This action builds on recent designations made in July and imposes targeted financial sanctions on these four senior military leaders.

The United States supports justice for victims and accountability for perpetrators of serious abuses as important elements of Burma’s ongoing democratic transition.  To date, there has yet to be any meaningful accountability for perpetrators of the horrific abuses in northern Rakhine State that led to more than 740,000 Rohingya fleeing to Bangladesh.

Elements of the Burmese military have committed serious human rights abuses against members of ethnic minority groups across Burma.  Such abuses and the continuing impunity must stop for Burma to transition to a more secure, stable, democratic, peaceful and prosperous nation.  Burma’s military must address the climate of impunity and cease abuses and violations of universally accepted human rights.  The United States prioritizes the protection of fundamental freedoms and human rights as a key part of our vision for a free and open Indo-Pacific, recognizing them as integral to U.S. foreign policy and national security interests and in line with U.S. values.  Such human rights abuse undermines the ability to realize the vision for a free and open Indo-Pacific that we share with ASEAN and other Indo-Pacific partners.

As the world recognized International Human Rights Day, the United States continues doing its part to promote accountability by remaining committed to the American ideals underpinning the Global Magnitsky program.

We commend the courageous work of civil society and all of you, the journalists, who play an important role in exposing human rights abuse and corruption and in holding public officials accountable.  Together, we must work to ensure those who have committed such acts are cut off from the benefits of access to our financial systems and our shores.

 

========================

 

গ্লোবাল ম্যাগনিটস্কি নিষেধাজ্ঞা বিষয়ে রাষ্ট্রদূত মিলারের বিবৃতি

 

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০১৯: গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্টতার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অর্থ দপ্তর গতকাল ১০ ডিসেম্বর, মঙ্গলবার গ্লোবাল ম্যাগনিটস্কি প্রোগ্রামের অধীনে বার্মার চার শীর্ষ বর্তমান এবং সাবেক সামরিক কর্মকর্তার ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেছে। এর ফলে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞা আরোপিত হওয়া বর্মী নিরাপত্তা বাহিনীর সদস্যসংখ্যা দুটি ইউনিট সহ ৯-এ উঠল।

জুলাই মাসে আরোপিত সাম্প্রতিক নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় এই পদক্ষেপ এল। এর আওতায় ওই চার শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর সুনির্দিষ্ট আর্থিক নিষেধাজ্ঞা আরোপিত হবে।

যুক্তরাষ্ট্র বার্মার চলমান গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে গুরুতর অন্যায়ে জড়িতদের জবাবদিহি এবং এসব ঘটনার শিকার হওয়া মানুষের জন্য ন্যায়বিচারকে সমর্থন করে। বার্মার উত্তর রাখাইন রাজ্যে ভয়াবহ অত্যাচারে জড়িত ব্যক্তিদের জন্য এখন পর্যন্ত কোন অর্থবহ জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি, যে ঘটনার ফলে ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

বার্মার সামরিক বাহিনীর কিছু সদস্য দেশজুড়ে জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। বার্মাকে আরও সুরক্ষিত, স্থিতিশীল, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী একটি দেশে পরিণত হতে হলে এ ধরনের মানবাধিকার লংঘন এবং অব্যাহত দায়মুক্তি অবশ্যই বন্ধ হতে হবে। বার্মার সামরিক বাহিনীকে অবশ্যই দায়মুক্তির এই পরিবেশের বিষয়ে ব্যবস্থাগ্রহণ এবং সর্বজনীনভাবে স্বীকৃত মানবাধিকারসমূহের লঙ্ঘন বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র একটি স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের বিষয়ে আমাদের দূরকল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে মৌলিক স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষাকে অগ্রাধিকার দেয়। এ বিষয়গুলোকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তাগত স্বার্থের সঙ্গে অবিচ্ছেদ্য এবং এ দেশের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে করা হয়। আসিয়ান এবং অন্য ইন্দো-প্যাসিফিক অংশীদারদের সঙ্গে আমরা একটি  স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক নিয়ে যে অভিন্ন দূরকল্পের ভাগীদার, এ জাতীয় মানবাধিকার লঙ্ঘন তার বাস্তবায়নের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে।

বিশ্ব সম্প্রদায় সদ্য আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করেছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র গ্লোবাল ম্যাগনিটস্কি কর্মসূচির অন্তর্নিহিত আমেরিকান আদর্শের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে জবাবদিহি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নিজেদের দায়িত্বপালন করা অব্যাহত রাখবে।

আমরা নাগরিক সমাজ এবং আপনাদের পুরো সাংবাদিক মহলের সাহসী কাজের প্রশংসা করি। আপনারা মানবাধিকার লংঘন ও দুর্নীতির ঘটনা উন্মোচন এবং সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই ধরনের কার্যকলাপে জড়িত ব্যক্তিরা যেন আমাদের আর্থিক ব্যবস্থায় এবং আমাদের ভূখণ্ডে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে আমাদের অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে।