Remarks by Ambassador Earl R. Miller at Disaster Response Exercise and Exchange Closing Ceremony

Remarks by Ambassador Earl R. Miller
Disaster Response Exercise and Exchange Closing Ceremony

 

October 31, 2019
Dhaka

 

 

Assalamu alikum and good morning.

On behalf of the United States, thank you for inviting me here today for the closing ceremonies of the Disaster Response Exercise and Exchange.  It is an honor to speak at such an important multinational event.

While this is the ninth annual DREE in Bangladesh, it is the first since Bangladesh co-hosted its first multinational disaster response exercise in Singapore this past April.

South Asia suffered from multiple major earthquakes the last few years.  Those experiences remind us all how violent and unpredictable these events can be.

This joint exercise better prepares us for any earthquake that may strike.  It prepares us for the rigors and stresses we may face in its aftermath.  It inspires us to think not only locally, but nationally, regionally and internationally.  It encourages all of us to lead, follow, and learn from our fellow DREE participants, and to be ready ourselves to serve others.

It calls on all of us to engage critical stakeholders in future DREEs.  It prepares Bangladesh to assist its regional neighbors, and prepare them to better plan, react, and assist when disaster strikes.  None of this can be done without everyone present here today.

Looking at today’s audience, it is particularly rewarding to see military members from multiple countries joined by representatives from governmental and international organizations, NGOs, and the U.S. Embassy:  A broad coalition of organizations, each with unique capabilities and skills, when combined, are greater than the sum of their parts.

I want to thank you for the formal feedback you will provide this afternoon during the After Action Review.  Your recommendations will help improve future disaster response exercises.  Please continue to share your thoughts with DREE leadership after today so we can press forward in our shared efforts.  I hope you will carry with you the many lessons learned this week, and use this knowledge to enhance our collective response to future disasters.

Thank you for your time and participation in the 2019 DREE.  Congratulations on the successful completion of the exercise.  Working together in this way is a tremendous achievement, and I look forward to learning about many more.

Dhonnobad

*As prepared for delivery

GR/2019

====================================

 

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলারের বক্তব্য
ডিআরইই সমাপনী
ঢাকা , ৩১ অক্টোবর  , ২০১৯

 

আসসালামু আলাইকুম ও শুভ সকাল!

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ’ (ডিআরইই) সমাপনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এরকম একটি গুরুত্বপূর্ণ বহুজাতিক অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি সম্মানিত বোধ করছি।

এটি বাংলাদেশে ডিআরইই’র নবম বার্ষিক আয়োজন। তবে ২০১৮ সালে সিঙ্গাপুরে গত এপ্রিলে বাংলাদেশ যৌথভাবে তার প্রথম বহুজাতিক দুর্যোগ মোকাবেলা মহড়াটি আয়োজন করার পর থেকে ডিআরইই’ র প্রথম আয়োজন।

গত এক দশকে ডিআরইই মহড়ায় অংশগ্রহণ করে অর্জিত গভীর জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশ  যেভাবে বিদেশে বিস্তার করতে পারছে তা এ কর্মসূচির কার্যকারিতা এবং ভূমিকম্প ও অন্যান্য বিপর্যয়ের জন্য প্রস্তুতি নিতে বাংলাদেশের আগ্রহেরই প্রমাণ ।

গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ায় বেশ কয়েকটি বড় ভূমিকম্প হয়েছে। এসব অভিজ্ঞতা এ দুর্যোগ কী পরিমাণ ভয়াবহ ও অনিশ্চিত হতে পারে সে কথাই স্মরণ করিয়ে দেয়। এ ধরনের যৌথ মহড়া আমাদেরকে সম্ভাব্য ভূমিকম্পের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করে। ভূমিকম্পের পর পর আমরা যে কঠিন পরিশ্রম ও দুর্ভোগের শিকার হতে পারি তার জন্য আমাদের প্রস্তুত করে। এটি আমাদেরকে শুধু স্থানীয়ভাবে নয়, বরং জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে ভাবতে প্রণোদিত করে।  আমাদেরকে ডিআরইই’র অংশগ্রহণকারীদের কাছ থেকে শিখতে, নেতৃত্ব দিতে ও  অনুসরণ করতে  উৎসাহিত করে। অন্যদের সহায়তা করার জন্য নিজেদের তৈরি হতেও প্রণোদনা যোগায়।

এটি আমাদের সবাইকে ভবিষ্যতের ডিআরইই’তে গুরুত্বপূর্ণ অংশীদারদের  যুক্ত করতে আহ্বান জানায়। এছাড়া বাংলাদেশকে তার আঞ্চলিক প্রতিবেশিদের সহায়তা করতে প্রস্তুত করছে এবং  দুর্যোগের সময় পরিকল্পনা, সাড়া দেওয়া ও সহযোগিতা করতে প্রস্তুত  করছে । আজ এখানে উপস্থিত প্রত্যেকের সহায়তা ছাড়া এর কোনটাই করা সম্ভব হবে না।

আজকের উপস্থিত প্রতিনিধিদের মধ্যে বেশ কয়েকটি দেশের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে যোগ দিয়েছেন সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এনজিও এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা, যা খুবই আনন্দের। এটি এক বিস্তৃত পরিসরের সমন্বয় যাদের প্রত্যেকের রয়েছে অনন্য যোগ্যতা ও দক্ষতা এবং সম্মিলিতভাবে যা অনেক বেশি করতে সক্ষম।

ডিআরইই এর মতো মহড়া আমাদের পরস্পরকে বোঝা, ঘাটতি থাকলে তা পূরণ করা এবং আরও কার্যকরভাবে ব্যবস্থা গ্রহণ করার সক্ষমতা বৃদ্ধি করে।

বিকেলে  ‘আফটার অ্যাকশন রিভিউ’ এর সময় যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান হবে সেজন্য আমি আপনাদের আগাম ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সুপারিশগুলো ভবিষ্যতের দুর্যোগ মোকাবেলা কৌশলের মহড়া আরও উন্নত করতে সহায়তা করবে। অনুগ্রহ করে আপনারা আজকের পরও ডিআরইই নেতৃত্বের সঙ্গে আপনাদের ভাবনা ও পরিকল্পনা বিনিময় করবেন যাতে আমরা এই অভিন্ন প্রচেষ্টাকে এগিয়ে নিতে পারি। আমার প্রত্যাশা, আপনারা এ সপ্তাহে অর্জিত শিক্ষা নিজেদের মধ্যে ধারণ করবেন এবং ভবিষ্যত দুর্যোগ মোকাবেলায় আমাদের সম্মিলিত উদ্যোগকে জোরদার করতে তা কাজে লাগাবেন।

মূল্যবান সময় ব্যয় করে ডিআরইই ২০১৯ এ অংশগ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ। সফলভাবে মহড়া শেষ করায় সবাইকে অভিনন্দন! এভাবে একসঙ্গে কাজ করতে পারাটা এক দারুণ অর্জন। আমি এরকম আরও অনেক অভিজ্ঞতার জন্য সাগ্রহে প্রতীক্ষা করবো।

ধন্যবাদ

* বক্তৃতার জন্য প্রস্তুতকৃত

===========================