New USAID Mission Director Derrick Brown Arrives in Bangladesh

Embassy of the United States of America
Public Affairs Section
Tel: 880-2-55662000
Fax: 880-2-9881677, 9885688
E-mail: DhakaPA@state.gov
Website: https://bd.usembassy.gov

 

New USAID Mission Director
Derrick Brown Arrives in Bangladesh

 

Dhaka, July 17, 2018 – New USAID Bangladesh Mission Director Derrick S. Brown arrived in Dhaka on Saturday, July 14 to take charge of his new duties.  Before joining USAID Bangladesh, he served as USAID Mission Director in Angola from 2016 to 2018. He also served as USAID Deputy Mission Director in Indonesia for three years and Acting Mission Director for a year.  Prior to that, he served in Botswana, Tanzania, Mozambique, Ghana, the Dominican Republic and Afghanistan.

As a Senior Foreign Service Officer holding the rank of Counselor, Mr. Brown brings to the position more than 28 years of development experience and is well prepared to face the development challenges presented in Bangladesh.

USAID Mission Director Derrick Brown was sworn in as Mission Director for USAID on July 9, 2018.

For more info please visit: https://www.usaid.gov/who-we-are/organization/derrick-s-brown

 

============

 

The U.S. Government, through USAID, has provided more than $7 billion in development assistance to Bangladesh since 1971. In 2017, USAID provided over $212 million to improve the lives of people in Bangladesh through programs that expand food security and economic opportunity, improve health and education, promote democratic institutions and practices, protect the environment, and increase resiliency to climate change.

 

ইউএসএইড বাংলাদেশের নতুন মিশন প্রধান
ডেরিক ব্রাউন এর আগমন    

 

ঢাকা, ১৭ই জুলাই, ২০১৮ ইউএসএইড বাংলাদেশের নতুন মিশন প্রধান ডেরিক এস ব্রাউন গত শনিবার ১৪ই জুলাই নতুন দাপ্তরিক দায়িত্ব গ্রহণ করতে ঢাকা পৌঁছান।  ইউএসএইড বাংলাদেশে যোগদানের আগে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ইউএসএইড অ্যাঙ্গোলার মিশন প্রধান ছিলেন।  তিনি ইউএসএইড ইন্দোনেশিয়াতে তিন বছর মিশন উপপ্রধান ও এক বছর ভারপ্রাপ্ত মিশন প্রধান হিসেবেও কাজ করেন।  তার আগে তিনি বোতসোয়ানা, তানজানিয়া, মোজাম্বিক, ঘানা, ডমিনিকান রিপাব্লিক এবং আফগানিস্তানে কর্মরত ছিলেন।

কাউন্সেলর র‍্যাঙ্ক এর একজন জ্যেষ্ঠ পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা হিসেবে জনাব ব্রাউন এর রয়েছে ২৮ বছরেরও বেশি উন্নয়ন বিষয়ক কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশে বিদ্যমান উন্নয়ন প্রতিবন্ধকতাসমূহ মোকাবেলায় তিনি প্রস্তুত।

৯ই জুলাই ২০১৮ তে ডেরিক ব্রাউন ইউএসএইড মিশন প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://www.usaid.gov/who-we-are/organization/derrick-s-brown

 

============

 

১৯৭১ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি মাধ্যমে বাংলাদেশকে সাত কোটি ডলারেরও বেশী উন্নয়ন সহায়তা প্রদান করেছে। ২০১৭ সালে ইউএসএআইডি বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়নে প্রায় একুশ কোটি ডলার প্রদান করেছে।  ইউএসএআইডি বাংলাদেশে যে সকল কর্মসূচিতে সহায়তা প্রদান করে সেগুলোর মধ্যে রয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান অনুশীলনের প্রসার, খাদ্য নিরাপত্তা অর্থনৈতিক সুবিধাদির সম্প্রসারণ, স্বাস্থ্য শিক্ষা সেবার উন্নয়ন অভিযোজন এবং স্বল্প কার্বন উন্নয়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন পরিস্থিতির সংগে খাপ খাওয়ানো