New Ambassador-Designate Earl R. Miller Arrives in Bangladesh

Embassy of the United States of America
Public Affairs Section
Tel: 880-2-55662000
Fax: 880-2-9881677, 9885688
E-mail: DhakaPA@state.gov
Website: https://bd.usembassy.gov

New Ambassador-Designate Earl R. Miller Arrives in Bangladesh

 

DHAKA, NOVEMBER 19 – New U.S. Ambassador-designate Earl R. Miller arrives in Dhaka on Sunday, November 18.  Before his nomination as the U.S. Ambassador-designate to Bangladesh, Miller served as Ambassador to the Republic of Botswana from 2014 to 2018.  Ambassador Miller, a career member of the U.S. Senior Foreign Service, joined the Department of State in 1987. He served previously as Consul General at the U.S. Consulate General in Johannesburg, South Africa, from 2011 to 2014. Ambassador Miller also served in Washington, San Francisco, Miami and Boston and at U.S. embassies in El Salvador, Malaysia, Indonesia, Iraq, and India.

Ambassador Miller was confirmed as U.S. Ambassador to the People’s Republic of Bangladesh by the U.S. Senate on October 11, 2018.

Read his full Biography here: Ambassador Earl Robert Miller

===================

যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত আর্ল আর মিলার বাংলাদেশে পৌঁছেছেন

 

ঢাকা, ১৯ নভেম্বর–যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত আর্ল আর মিলার গতকাল রোববার, নভেম্বর ১৮, ২০১৮, বাংলাদেশে এসে পৌঁছেছেন।

আর্ল মিলার বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হওয়ার আগে আফ্রিকার বতসোয়ানা প্রজাতন্ত্রে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন (২০১৪-২০১৮)। যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের ক্যারিয়ার সদস্য রাষ্ট্রদূত মিলার ১৯৮৭ সালে পররাষ্ট্র দপ্তরে যোগ দেন। তিনি এর আগে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে কন্সুল জেনারেল হিসেবে দায়িত্বপালন করেছেন। এছাড়া তিনি ওয়াশিংটন, স্যান ফ্রান্সিসকো, মায়ামি ও বোস্টনে কাজ করেছেন এবং এল সালভাদর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরাক ও ভারতে যুক্তরাষ্ট্র দূতাবাসে দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাষ্ট্রের সিনেট গত ১১ অক্টোবর, ২০১৮ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে আর্ল আর মিলারের নিয়োগ নিশ্চিত করে। তাঁর পূর্ণ জীবনবৃত্তান্ত পাওয়া যাবে আমাদের সাইটে এই ঠিকানায়: Ambassador Earl Robert Miller