Media Registration for the Indo-Pacific Business Forum

Media Note Transmitting Department of State Notice

NOTICE TO THE PRESS
U.S. DEPARTMENT OF STATE
Office of the Spokesperson


October 10, 2019

Media Registration for the Indo-Pacific Business Forum

 

The United States Government, in partnership with the Royal Thai Government, the U.S.-ASEAN Business Council, the U.S. Chamber of Commerce, and the Thai Chamber of Commerce, is sponsoring the Indo-Pacific Business Forum in Bangkok, Thailand on November 4, 2019.

The Forum advances a vision for the Indo-Pacific as a free and open region composed of nations that are independent, strong, and prosperous.  Government and business leaders from the United States, Thailand and across the Indo-Pacific will discuss commercial opportunities, the digital economy, energy, infrastructure development, access to capital, and U.S.-Indo-Pacific partnerships.  The Forum will showcase high-impact private sector investment and government efforts to support market competition, job growth, and high-standard development for greater prosperity in the Indo-Pacific.

Journalists are invited to register to cover the event at:

https://www.indopacificbusinessforum.com/media.

For further information, please visit the Indo-Pacific Business Forum website at: https://www.indopacificbusinessforum.com.

===================

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি
পররাষ্ট্র দপ্তর, যুক্তরাষ্ট্র
মুখপাত্রের কার্যালয়


১০ অক্টোবর, ২০১৯

 

ইন্দোপ্যাসিফিক বিজনেস ফোরামের জন্য মিডিয়াকর্মীদের নিবন্ধন

 

রয়্যাল থাই সরকার, ইউএস-আসিয়ান বিজনেস কাউন্সিল, ইউএস চেম্বার অব কমার্স ও থাইল্যান্ড চেম্বার অব কমার্সের সহযোগিতায় যুক্তরাষ্ট্র  সরকার থাইল্যান্ডের ব্যাংককে আগামী ৪ নভেম্বর ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামের আয়োজন করেছে।  এ ফোরাম ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য এমন একটি লক্ষ্যকে  এগিয়ে নিতে চায় যাতে এ এলাকাটি হবে স্বাধীন ও উন্মুক্ত।  এর সদস্য দেশগুলো হবে স্বাধীন, শক্তিশালী ও সমৃদ্ধ। যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডসহ গোটা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সরকারি ও ব্যবসায়ী নেতারা বাণিজ্যিক সুযোগ, ডিজিটাল অর্থনীতি, জ্বালানি, অবকাঠামোগত উন্নতি, পুঁজির প্রাপ্যতা এবং যুক্তরাষ্ট্র ও ইন্দো প্যাসিফিক অংশীদারত্ব নিয়ে আলোচনা করবেন।

এ ফোরাম ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আরও বেশি সমৃদ্ধি আনার লক্ষ্যে বড় ধরনের বেসরকারি বিনিয়োগ, বাজার প্রতিদ্বন্দ্বিতা, কর্মসংস্থান প্রবৃদ্ধি এবং উচ্চমানের উন্নয়নকে এগিয়ে নিতে সরকারি প্রচেষ্টাকে তুলে ধরবে।  এই অনুষ্ঠানটির খবর সংগ্রহ ও পরিবেশন করার জন্য সাংবাদিকদের নিবন্ধন করার আমন্ত্রণ জানানো হয়েছে এই ঠিকানায়: https://www.indopacificbusinessforum.com/media

আরও তথ্যের জন্য ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামের ওয়েবসাইট দেখুন: https://www.indopacificbusinessforum.com