U.S. DEPARTMENT OF STATE
Office of the Spokesperson
MEDIA NOTE
November 1, 2019
Acting Assistant Secretary Alice Wells Travels to Thailand and Bangladesh
Acting Assistant Secretary for South and Central Asian Affairs Alice Wells will travel to Thailand and Bangladesh, November 1-7.
In Bangkok, Thailand, she will hold bilateral meetings with regional partners on the margins of the East Asia Summit and Indo-Pacific Business Forum, and will participate in a session of the U.S.-Australia-India-Japan “Quad” consultations.
Acting Assistant Secretary Wells will then travel to Bangladesh. In Dhaka, she will meet with senior Bangladeshi government officials and civil society leaders. In Cox’s Bazar, she will also meet with Bangladeshi officials and representatives from international and non-governmental organizations to discuss U.S. humanitarian assistance and observe the conditions refugees and host communities are facing.
For updates, please follow @State_SCA on Twitter. For press inquiries, please contact SCA-Press@state.gov.
================
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর
মুখপাত্রের কার্য্যালয়
মিডিয়া নোট
১ নভেম্বর, ২০১৯
ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলসের থাইল্যান্ড ও বাংলাদেশ সফর
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস ১-৭ নভেম্বর থাইল্যান্ড ও বাংলাদেশ সফর করবেন।
ব্যাংককে তিনি পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য ফোরামের ফাঁকে বিভিন্ন আঞ্চলিক অংশিদারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-ভারত-জাপান “চতুর্মাত্রিক” আলোচনা অধিবেশনে যোগ দেবেন।
ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েলস এরপর বাংলাদেশ সফর করবেন। ঢাকায় তিনি বাংলাদেশের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। কক্সবাজারেও তিনি বাংলাদেশি কর্মকর্তা ও আন্তর্জাতিক ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা নিয়ে আলোচনা করবেন এবং শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর অবস্থা পর্যবেক্ষণ করবেন।
সর্বশেষ তথ্যের জন্য টুইটারে @State_SCA অনুসরণ করুন। সংবাদের তথ্য জানতে যোগাযোগ করুন SCA-Press@state.gov. এই ঠিকানায়।
================