Are You A Teacher Of English To Young Learners?
Interested In Improving Your Teaching Techniques?
Free online course offered by George Mason University
Enroll by November 25, 2019; complete course work by December 2, 2019
DHAKA, October 21, 2019 – The U.S. Department of State is sponsoring a free Massive Online Open Course (MOOC) for teachers who specialize in Teaching English to Young Learners (TEYL) between three and ten years of age. The MOOC is offered by George Mason University as part of the U.S. Department of State’s American English (AE) E-Teacher Program.
Enrollment is open until November 25, 2019. After enrolling, participants may log in at any time — day or night — to access the course. All five modules of coursework must be completed by December 2, 2019. Participants who complete the required activities with a score of 70% or higher will receive a digital badge and certificate. This TEYL MOOC is designed to introduce English teachers the theory and practice of teaching English as a foreign language (EFL) to young learners three to ten years old. Through engaging videos and practical readings, MOOC participants will explore approaches for teaching English that are not only effective but also fun and engaging for children. Through weekly participation in this MOOC, teachers will have the opportunity to share ideas with peers and apply course content to their specific learning environment.
Get ready to learn about TEYL and be part of an international learning community with teachers around the world! All created content in this course is licensed CC-BY 4.0. This means that anything marked CC BY 4.0 can be reused, revised, remixed, and redistributed by teachers in their school or community.
This special TEYL MOOC is one of many initiatives the U.S. Diplomatic Mission in Bangladesh is supporting this year to promote greater cooperation, dialogue, and mutual understanding between Bangladeshis and Americans.
To enroll in the course, visit the following website: TEACHING ENGLISH TO YOUNG LEARNERS (K-12)
For more information about other MOOCs offered through the U.S. Department of State’s American English (AE) E-Teacher Program, please visit: https://www.aeeteacher.org/node/273.
=====================
আপনি কি নবীন শিক্ষার্থীদের ইংরেজি শেখান?
নিজের শেখানোর কৌশলের উন্নতি করতে চান?
জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় বিনামূল্যে অনলাইন কোর্সে * ২৫ নভেম্বর, ২০১৯ এর মধ্যে তালিকাভুক্ত হোন, কোর্স শেষ করুন ২ ডিসেম্বর, ২০১৯ এর মধ্যে
ঢাকা, অক্টোবর ২১ , ২০১৯- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তিন থেকে দশ বছর বয়সী নবীনদের ইংরেজি শেখানোয় ( টিচিং ইংলিশ টু ইয়াং লার্নারস – টিইওয়াইএল) নিয়োজিত শিক্ষকদের জন্য একটি বিনামূল্যের ম্যাসিভ অনলাইন ওপেন কোর্স এর (এমওওসি) আয়োজন করেছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের অ্যামেরিকান ইংলিশ (এ ই) ই-শিক্ষক কর্মসূচির অংশ হিসেবে জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয় এই কোর্স পরিচালনা করবে।
এ অনলাইন কোর্সের জন্য ২৫ নভেম্বর, ২০১৯ পর্যন্ত নাম তালিকাভুক্ত করা যাবে। নাম তালিকাভুক্তির পরে অংশগ্রহণকারীরা যেকোন সময় (দিন বা রাত) কোর্সটিতে অংশ নিতে লগ ইন করতে পারবেন। কোর্সের পাঁচটি মডিউল অবশ্যই ২ ডিসেম্বর, ২০১৯ এর মধ্যে শেষ করতে হবে। ৭০% বা তার বেশি স্কোরসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্নকারীরা একটি ডিজিটাল ব্যাজ এবং সনদপত্র পাবেন।
তিন থেকে দশ বছর বয়সী নবীন শিক্ষার্থীদের বিদেশি ভাষা (ইএফএল) হিসেবে ইংরেজি শেখানোর তাত্ত্বিক এবং প্রায়োগিক দিকগুলোর সঙ্গে ইংরেজি শিক্ষকদের পরিচয় করিয়ে দিতে এই কোর্সটি সাজানো হয়েছে। আকর্ষণীয় ভিডিও এবং ব্যবহারিক পাঠের মাধ্যমে এমওওসি-তে অংশগ্রহণকারীরা ইংরেজি শেখানোর এমন সব পদ্ধতি নিয়ে কাজ করবেন যা শুধু কার্যকর নয়, বরং মজাদার এবং বাচ্চাদের জন্য আকর্ষণীয়। এই এমওওসি-তে অংশগ্রহণকারী শিক্ষকরা তাদের পেশার অন্যদের সঙ্গে বিভিন্ন ধারণা ভাগাভাগি করে নেওয়ার সুযোগ পাবেন। সেই সঙ্গে কোর্সের বিষয়গুলোকে তাদের নিজ নিজ বিশেষ শিক্ষার পরিবেশে প্রয়োগ করতে শিখবেন।
তাহলে টিইওয়াইএল সম্পর্কে জেনে সারাবিশ্বের শিক্ষকদের এক আন্তর্জাতিক শিখন গোষ্ঠীতে যোগ দিতে তৈরি হয়ে যান! এই কোর্সের সমস্ত তৈরিকৃত উপকরণ সিসি-বাই ৪.০ হিসেবে লাইসেন্সকৃত। এর অর্থ, সংশ্লিষ্ট শিক্ষকরা সিসি বাই ৪.০ চিহ্নিত যে কোনও প্রশিক্ষণ উপকরণ তাদের স্কুল বা এলাকায় পুনরায় ব্যবহার, সংশোধন এবং বিতরণ করতে পারবেন।
বাংলাদেশি এবং আমেরিকানদের মধ্যে সহযোগিতা, সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়াকে আরও এগিয়ে নিতে চলতি বছর যুক্তরাষ্ট্রের স্থানীয় কূটনৈতিক মিশন যে অনেকগুলো উদ্যোগ নিয়েছে এই বিশেষ টিইওয়াইএল এমওওসি-টি তার অন্যতম।
কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য নিম্নলিখিত ওয়েবসাইটটি দেখুন: TEACHING ENGLISH TO YOUNG LEARNERS (K-12)
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের অ্যামেরিকান ইংলিশ (এই) ই-শিক্ষক কর্মসূচির আওতাভুক্ত অন্যান্য এমওওসি সম্পর্কে জানতে চাইলে দেখুন এই ওয়েবসাইট: https://www.aeeteacher.org/node/273.