Embassy of the United States of America
Public Affairs Section
Tel: 880-2-55662000
Fax: 880-2-9881677, 9885688
E-mail: DhakaPA@state.gov
Website: https://bd.usembassy.gov
Disaster Response Exercise and Exchange Starts in Bangladesh
October 08, 2017, Dhaka – The Bangladesh Armed Forces Division and U.S. Army Pacific announced today their participation in the Pacific Resilience Disaster Response Exercise and Exchange (DREE), a civil-military disaster preparedness and response initiative between the Governments of the United States and Bangladesh. The exercise will run October 8-12, 2017 in Dhaka and Mymensingh, Bangladesh.
“Disaster preparedness is a vital component of national security and we welcome the opportunity to exchange best practices with our Bangladeshi partners,” said U.S. Ambassador to Bangladesh Marcia Bernicat.
The Bangladesh DREE will focus on earthquake response plans for Dhaka and engage participants in logistical and medical emergency scenarios. Participants will review plans and procedures in order to improve communication and coordination. The Bangladesh DREE will involve 350 participants working through a phased table-top exercise and 1,100 participants in the field training exercise.
The exercise will involve a wide range of Bangladeshi government organizations, international organizations (IO), international government organizations (IGO), and international non-governmental organizations (NGOs).
================
বাংলাদেশে ডিসাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ শুরু
৮ই অক্টোবর, ঢাকা – আজ বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সেনাবাহিনী তাদের যৌথ অংশগ্রহনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সামরিক-বেসামরিক দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি এবং মোকাবেলার উদ্যোগ “প্যাসিফিক রেজিলিয়েন্স ডিসাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ” (ডিআরইই) এর উদ্বোধন ঘোষণা করেছে। এই অনুশীলন ৮ থেকে ১২ই অক্টোবর ঢাকায় এবং ময়মনসিংহে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, “দুর্যোগ প্রস্তুতি জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার এবং বাংলাদেশী অংশীদারদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগকে আমরা স্বাগত জানাই।
বাংলাদেশ ডিআরইই – এর লক্ষ্য থাকবে ঢাকার জন্য ভূমিকম্প মোকাবেলা করার পরিকল্পনা এবং সরবরাহ কাজের ও জরুরী চিকিৎসায় নিয়োজিত অংশগ্রহণকারীদেরকে একত্রিত করা। অংশগ্রহণকারীরা যোগাযোগ এবং সমন্বয় উন্নত করতে পরিকল্পনা ও প্রক্রিয়া পর্যালোচনা করবে। ডিআরইই- তে ৩৫০ জন অংশগ্রহণকারী “টেবল-টপ” অনুশীলনে অংশ নেবেন এবং ১,১০০ অংশগ্রহনকারী মাঠ পর্যায়ের অনুশীলনে অংশগ্রহণ করবেন।
এই অনুশীলনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বাংলাদেশী ও আন্তর্জাতিক সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের অংশগ্রহণ থাকবে।
=============
PDF version (274 KB)