Deputy Coordinator for the Bureau of Counterterrorism and Countering Violent Extremism Visits Bangladesh

Dhaka, August 21 – The U.S. Department of State’s Deputy Coordinator for Counterterrorism John T. Godfrey visited Bangladesh August 18-19 to discuss with Government of Bangladesh (GOB) officials and other partners counterterrorism and countering violent extremism (CT/CVE) priorities in Bangladesh and the region, and cooperation with the United States in these areas.

Ambassador to Bangladesh Earl R. Miller and Godfrey met with Foreign Secretary Haque to discuss partnering with Bangladesh on CT/CVE initiatives in Bangladesh and the region.  Godfrey also met with Bangladesh’s Anti-Terrorism Unit and its Counter-Terrorism and Transnational Crime Unit to review implementation of bilateral CT/CVE programs, related to law enforcement and the judiciary.  The discussions addressed areas of mutual concern, including countering radicalization and recruitment in Bangladesh and the region, and the importance of respecting human rights and the rule of law in an effective counterterrorism strategy

Ambassador Miller and Deputy Coordinator Godfrey also participated in a lively roundtable discussion with CT/CVE experts from academia, media, NGOs, and other sectors, sharing policies, priorities, and recommendations for addressing terrorism concerns in Bangladesh and the region.

 

=================

 

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ দমন সহিংস উগ্রবাদ মোকাবেলা বিষয়ক ব্যুরোর উপ সমন্বয়কারীর বাংলাদেশ সফর

 

ঢাকা, ২১ আগস্ট – যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসবাদ দমন বিষয়ক উপ সমন্বয়কারী জন টি গডফ্রে গত ১৮-১৯ আগস্ট বাংলাদেশ সফর করেন। তার এ সফরের লক্ষ্য ছিল বাংলাদেশ সরকারের কর্মকর্তা এবং বাংলাদেশ ও এ অঞ্চলের অন্যান্য সন্ত্রাসবাদ দমন ও সহিংস উগ্রবাদ মোকাবেলা (সিটি/সিভিই)বিষয়ক কার্যক্রমে যুক্তদের সঙ্গে এ সব বিষয়ে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার এবং গডফ্রে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বাংলাদেশ ও এ অঞ্চলে সিটি/সিভিই কার্যক্রমের বিষয়ে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব নিয়ে আলোচনা করেন। আইন প্রয়োগ ও বিচার বিভাগের সঙ্গে সম্পর্কিত সিটি/সিভিই বিষয়ক দ্বিপাক্ষিক কার্যক্রমের বাস্তবায়ন পর্যালোচনা করতে বাংলাদেশের “অ্যান্টি টেররিজম ইউনিট” এবং “কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট” এর সঙ্গেও জন গডফ্রে সাক্ষাত করেন। তাদের আলোচনায় বাংলাদেশ ও এ অঞ্চলে উগ্রবাদ ছড়ানো ও উগ্রবাদী সংগঠনের সদস্য সংগ্রহ মোকাবেলা এবং কার্যকর সন্ত্রাসবাদ মোকাবেলা কৌশলের ক্ষেত্রে মানবাধিকার ও আইনের শাসনের গুরুত্বসহ বিভিন্ন পারস্পরিক উদ্বেগের বিষয় স্থান পায়।

রাষ্ট্রদূত মিলার ও উপ সমন্বয়কারী গডফ্রে গবেষকমহল, মিডিয়া, এনজিও অন্যান্য ক্ষেত্রের সিটি/সিভিই বিশেষজ্ঞদের সঙ্গে একটি প্রাণবন্ত গোলটেবিল বৈঠকেও অংশ নেন। এতে তারা পরস্পরের কাছে বাংলাদেশ ও এ অঞ্চলে সন্ত্রাসবাদ বিষয়ক উদ্বেগগুলোর সমাধানের জন্য নীতিমালা, অগ্রাধিকারসমূহ ও সুপারিশ তুলে ধরেন।

===============