Deputy Chief of Mission Wagner Starts Program to Strengthen Agricultural Trade with Bangladesh

Deputy Chief of Mission Wagner Starts Program to Strengthen Agricultural Trade with Bangladesh

The United States offers Bangladesh banks and importers special finance options to purchase high-quality U.S. agricultural commodities. 

 

DHAKA, February 2, 2020 – U.S. Deputy Chief of Mission JoAnne Wagner announced on February 2 an agricultural trade program for Bangladesh to increase access to U.S. agricultural products.  She said, “Bangladesh is already a top export market for U.S. agriculture, and there is clear potential to expand our trading relationship even further, to the benefit of both of our countries.  This program will help us do so.”  In cooperation with the Association of Bankers, Bangladesh (ABB), the U.S. Department of Agriculture (USDA) hosted a seminar at the American Center on USDA’s Export Credit Guarantee Program.  Representatives from leading Bangladesh banks and top agricultural importers attended the seminar.

The Export Credit Guarantee Program provides credit guarantees to encourage financing to purchase U.S. agricultural products in Bangladesh.  This program offers $5 billion in credit guarantees worldwide each year to support commercial export sales of U.S. agricultural goods to markets, like Bangladesh, that have “sufficient financial strength.”

Bangladesh is one of approximately 130 countries eligible for the credit guarantee program.  After the seminar U.S. Embassy Agricultural Attaché Tyler Babcock said, “We hope multiple banks in Bangladesh will apply to enroll in the program.”  Importers acquire purchase high-quality U.S. agricultural products and possibly leverage favorable credit terms.

This program guarantees payments for purchases of U.S. food and agricultural products by importers in Bangladesh.  Participating local banks can access U.S. dollar financing for up to 12 months from U.S. banks at potentially lower interest rates.

========================

 

বাংলাদেশের সঙ্গে কৃষি বিষয়ক বাণিজ্য জোরদার করার জন্য মিশন উপপ্রধান ওয়াগনারের কর্মসূচি উদ্বোধন

যুক্তরাষ্ট্র সরকার সে দেশের উঁচু মানের কৃষিপণ্য ক্রয়ের জন্য বাংলাদেশি ব্যাংক এবং আমদানিকারকদের অর্থায়নের বিশেষ সুযোগ দেবে

 

ঢাকা, ফেব্রুয়ারি ২, ২০২০ যুক্তরাষ্ট্র দূতাবাসের উপ মিশন প্রধান জোয়ান ওয়াগনার যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য ক্রয়ের সুযোগ বৃদ্ধি করতে ২ ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য একটি কৃষি বাণিজ্য কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি এ সময় বলেন, “বাংলাদেশ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের জন্য অন্যতম শীর্ষ রপ্তানি বাজার। উভয় দেশের উপকারার্থে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুস্পষ্ট সুযোগ রয়েছে। এ কর্মসূচি আমাদের সেটি করতে সহায়তা করবে।“

অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস, বাংলাদেশ (এবিবি) এর সহযোগিতায় যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর (ইউএসডিএ) সংস্থাটির এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি  প্রোগ্রামের ওপর আমেরিকান সেন্টারে একটি সেমিনারের আয়োজন করে। বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংক ও শীর্ষ কৃষিপণ্য আমদানিকারকরা এতে অংশ নেন।

এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি প্রোগ্রাম বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনার জন্য অর্থায়নে সহায়তা করতে ঋণের গ্যারান্টি দেয়। এই কর্মসূচিটি ‘পর্যাপ্ত আর্থিক শক্তি’ রয়েছে বাংলাদেশের মতো এমন বাজারগুলোতে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের বাণিজ্যিক রপ্তানিকে সহায়তা করতে প্রতিবছর বিশ্বব্যাপী ৫শ’ কোটি ডলারের ঋণ গ্যারান্টি দেয়।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ক্রেডিট গ্যারান্টি কর্মসূচির জন্য যোগ্য বিশ্বের ১৩০ টির মতো দেশের একটি।

সেমিনার শেষে যুক্তরাষ্ট্র দূতাবাসের কৃষি অ্যাটাশে টাইলার ব্যাবকক বলেন, “আমরা আশা করি, বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক এ কর্মসূচিতে যুক্ত হওয়ার জন্য আবেদন করবে।“

বাংলাদেশি আমদানিকারকরা যুক্তরাষ্ট্রের উঁচু মানের কৃষিপণ্য কিনতে পারবেন। আশা করা যায়, তারা সুবিধাজনক শর্তের ঋণের সুযোগ কাজে লাগাতে পারবেন।

এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্মসূচি বাংলাদেশি আমদানিকারকদের যুক্তরাষ্ট্রের খাদ্য এবং কৃষিপণ্য কেনার জন্য অর্থ প্রদানের নিশ্চয়তা দেবে। অংশগ্রহণকারী স্থানীয় ব্যাংকগুলো ১২ মাস পর্যন্ত সময়ের জন্য সম্ভাব্য কম হারের সুদে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো থেকে ডলারে অর্থায়নের সুযোগ নিতে পারবে।

========================