নারীর সমতা দিবস

সংবাদ বিজ্ঞপ্তি
মাইকেল আর. পম্পেও, সেক্রেটারি অফ স্টেট
২৬ আগস্ট ২০২০

 

এক’শ বছর আগে আমেরিকার সাহসী নারীরা তাঁদের ভোটদানের অধিকার আদায় এবং জনগণের দ্বারা ও জনগণের জন্য প্রতিনিধিত্বশীল সরকার গঠনের ভিত্তি তৈরির মত সাধারণ একটি লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞা নেয়ার কারণে নিন্দা, প্রত্যাখ্যান ও কারাবরণের শিকার হয়েছিলেন। উদ্যমতা ও দৃঢ় সংকল্প নিয়ে এই নির্ভীক নারীরা প্রচারণা চালাতে রাস্তায় নেমে এসেছিলো, সরকারের কাছে আবেদন জানিয়েছিল এবং স্বাধীনতার আশীর্বাদ তাদের প্রতি বিস্তৃত হবার দাবি নিয়ে তাদের পেছনে পুরো জাতিকে সমবেত করতে সক্ষম হয়েছিলো। ১৯তম সংশোধনী- মাত্র সাতাশটি শব্দ- যা নারীদের জন্য যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে এবং জাতি হিসাবে আমাদেরকে আমেরিকার প্রতিষ্ঠাকালীন আদর্শের দিকে আরো এগিয়ে দিয়েছে।

এবার ১৯তম সংশোধনী অনুমোদনের ১০০তম বার্ষিকীতে যুক্তরাষ্ট্র সারা বিশ্বের নারীদের পক্ষে এবং তাদের সাথে একাত্ম হয়েছে। ১৯তম সংশোধনীর মাধ্যমে আমেরিকায় সকল নাগরিকের জন্য রাজনৈতিক সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকার ভোটাধিকার আদায় প্রচেষ্টার অবসান না ঘটলেও জন্মগতভাবে “সকল নারী ও পুরুষ” সমান- সার্বজনীন এই আস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সকল শ্রেণী-পেশার নারীরা জেগে ওঠার কারণে তাঁদের বক্তব্য, কর্মকাণ্ড ও উদ্দীপনা গত শতাব্দী জুড়ে প্রতিধ্বনিত হয়েছে।