- যেভাবে আবেদন করবেন
- সাক্ষাৎকার
- আবেদনের অবস্থা
- সাক্ষাৎকারের পর
অভিবাসন ভিসার জন্য নির্ধারিত সাক্ষাৎকার শেষে কনস্যুলার কর্মকর্তা আপনাকে জানিয়ে দেবেন, আপনার ভিসার আবেদন অনুমোদিত নাকি নাকচ হয়েছে।
কিছু ভিসা আবেদনের ক্ষেত্রে অবশ্য আরও প্রশাসনিক প্রক্রিয়া থাকে। যার কারণে অতিরিক্ত সময় লাগে। আবেদনকারীর সাক্ষাৎকার পর্ব শেষ হওয়ার পরও ওই প্রক্রিয়া শেষ করতে কনস্যুলার কর্মকর্তার সময় প্রয়োজন হয়। এ বিষয়ে অবশ্য আবেদনকারীকে আবেদন করার সময়েই জানিয়ে দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রশাসনিক প্রক্রিয়া আবেদনকারীর সাক্ষাৎকার গ্রহণের ৬০ দিনের মধ্যে সম্পন্ন হয়ে যায়। যখন প্রশাসনি প্রক্রিয়ার প্রয়োজন হয়, তখন আসলে বিষয়টি সমাধানের সময়ের বিষয়টি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে। আপনি ceac.state.gov ঠিকানায় গিয়ে আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে, তা জানতে পারেন। আপনার আবেদন যদি নাকচ হয়ে যায়, তাহলে আপনি usvisas.state.gov ঠিকানায় গিয়ে অযোগ্যতা ও ভিসা অব্যাহতির অপশনে ঢুকে প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারেন।