বাগদত্ত/বাগদত্তা ভিসা কে-১ অ-অভিবাসন ভিসা হলো যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের বিদেশি বাগদত্ত/বাগদত্তার জন্য। ওই বিদেশি নাগরিক কে-১ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। বাগদত্ত/বাগদত্তাকে যুক্তরাষ্ট্রের প্রবেশের ৯০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের ওই নাগরিককে বিয়ে করতে হবে। এ ধরনের বাগদত্ত/বাগদত্তা ভিসা (ইংরেজীতে) সম্পর্কে আপনি আরও জানতে পারবেন usvisas.state.gov ঠিকানায় গিয়ে।