পরিবারভিত্তিক অভিবাসন

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী (সুনির্দিষ্ট করে বললে, ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট (আইএনএ) পরিবারভিত্তিক অভিবাসন ভিসার দুটি গ্রুপ রয়েছে। প্রথমটি হচ্ছে একান্ত ঘনিষ্ঠ স্বজন এবং দ্বিতীয়টি পরিবারের অগ্রাধিকার। আপনি চাইলে ঠিকানায় আমাদের ভিসার শ্রেণি বিষয়ক নির্দেশিকা  অপশনে গিয়ে এই দুই শ্রেণির পাশাপাশি যুক্তরাষ্ট্রের অন্য ধরনের অভিবাসন ভিসাগুলো সম্পর্কেও বিস্তারিত জানতে পারেন।

একান্ত ঘনিষ্ঠ স্বজন বা পরিবারের অগ্রাধিকার ভিসার আবেদন করতে হলে অভিবাসন ভিসা প্রক্রিয়ায় বর্ণিত পদক্ষেপগুলো অনুসরণ করুন। এই ধাপগুলো সম্পন্ন করার পর পরবর্তী করণীয় বিষয়ে নির্দেশনার জন্য এনভিসি থেকে আপনাকে দেওয়া নির্দেশনাগুলো এবং এই ওয়েবসাইটে দেওয়া অন্যান্য নির্দেশনা পর্যালোচনা করুন।