সাক্ষাৎকার

usvisas.state.gov ঠিকানায় অভিবাসন ভিসা প্রক্রিয়ার পদক্ষেপগুলো সম্পন্ন করার পর (যার মধ্যে রয়েছে প্রয়োজনীয় সব ফি দেওয়া এবং অভিবাসী ভিসা আবেদন ফরম (ডিএস-২৬০) পূরণ করে জমা, সাপোর্টের হলফনামা ও প্রয়োজনীয় অন্যান্য নথি এনভিসিতে জমা দেওয়া) তারা পর্যালোচনা করে দেখবে যে, সব বিষয় যথাযথভাবে সম্পন্ন হয়েছে কি না। এই পর্যালোচনায় আপনি সাক্ষাৎকারের জন্য যোগ্য বলে বিবেচিত হলে এনভিসি সাক্ষাৎকারের দিনক্ষণ চূড়ান্ত করতে আমাদের সঙ্গে কাজ করবে। আপনি সাক্ষাৎকার প্রক্রিয়া সম্পর্কে আরও জানতে পারবেন usvisas.state.gov ঠিকানায়।