আবেদনের অবস্থা

অভিবাসন ভিসার জন্য নির্ধারিত সাক্ষাৎকার শেষে কনস্যুলার কর্মকর্তা আপনার ভিসার আবেদন অনুমোদিত নাকি নাকচ হয়েছে তা জানিয়ে দেবেন।

কিছু ভিসা আবেদনের ক্ষেত্রে আরও কিছু প্রশাসনিক প্রক্রিয়া থাকে। কনস্যুলার কর্মকর্তা কর্তৃক আবেদনকারীর সাক্ষাৎকার পর্ব শেষ হওয়ার পরও এর জন্য বাড়তি সময় লাগে। এ বিষয়ে অবশ্য আবেদনকারীকে আবেদন করার সময়েই জানিয়ে দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রশাসনিক প্রক্রিয়া আবেদনকারীর সাক্ষাৎকার গ্রহণের ৬০ দিনের মধ্যে সম্পন্ন হয়ে যায়। প্রশাসনিক প্রক্রিয়ার প্রয়োজন হলে এ বিষয়টি সমাধানের সময়সীমা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে  থাকে।

ceac.state.gov ঠিকানায় গিয়ে আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে তা জানতে পারেন।

আপনার আবেদন যদি নাকচ হয়ে যায়, তাহলে আপনি  usvisas.state.gov  ঠিকানায় গিয়ে অযোগ্যতা ও ভিসা অব্যাহতির বিষয়ে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।