কর্মসংস্থানভিত্তিক অভিবাসন

প্রতি অর্থবছরে (১অক্টোবর -৩০ সেপ্টেম্বর) কর্মসংস্থানভিত্তিক অভিবাসন ভিসার আওতায় প্রায় এক লাখ ৪০ হাজার ভিসার মাধ্যমে যোগ্য আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়। এটা দেওয়া হয় যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী, বিশেষভাবে দ্য ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট (আইএনএ) এর আওতায়। কর্মসংস্থানভিত্তিক অভিবাসন ভিসা অগ্রাধিকারভিত্তিক পাঁচটি শ্রেণিতে বিভক্ত। এই ভিসার আওতায় সংশ্লিষ্ট কর্মীর সঙ্গে কোন কোন ক্ষেত্রে তাঁর স্বামী/স্ত্রী/সন্তানও যুক্তরাষ্ট্রে অভিবাসন নিতে পারে কিংবা ওই কর্মীর স্বামী/স্ত্রী/সন্তান পরে অভিবাসন নিতে পারে।  usvisas.state.gov ঠিকানায় ঢুকে আপনি কর্মসংস্থানভিত্তিক অভিবাসন ভিসার পাঁচটি শ্রেণি সম্পর্কে আরও জানতে পারেন।

কর্মসংস্থানভিত্তিক অভিবাসন ভিসার জন্য আবেদন করতে চাইলে usvisas.state.gov ঠিকানায় ঢুকে ‘অভিবাসন ভিসা প্রক্রিয়া’ অপশনে প্রয়োজনীয় ধাপগুলো অনুসরণ করুন। সংশ্লিষ্ট ধাপগুলো সম্পন্ন করার পর পরবর্তী পরামর্শ ও নির্দেশনার জন্য জাতীয় ভিসা কেন্দ্র (এনভিসি) থেকে আপনাকে দেওয়া নির্দেশনা ও এই ওয়েবসাইটে দেওয়া অন্যান্য তথ্য পর্যালোচনা করুন।