ঢাকা, সেপ্টেম্বর ৩০, ২০২১ — ভুয়া তথ্য মোকাবিলা ও গঠনমূলক উন্নয়ন সাংবাদিকতা জোরদার করাকে মূল লক্ষ্য রেখে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর জন্য গতকাল একটি কর্মশালা আয়োজন করেছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (ইউএসএআইডি)।
প্রশিক্ষণ সেশনে অতিথি-বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের রোভিং এশিয়া এডিটর মিরাজ আহমেদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র-ভিত্তিক তথ্য-যাচাই সংগঠন পোলিটিফ্যাক্ট-এর নির্বাহী পরিচালক অ্যারন শ্যারকম্যান।
প্রত্যেক বক্তার আলোচনার মূল বিষয়বস্তু ছিল গঠনমূলক সাংবাদিকতা এবং ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার বর্তমান প্রেক্ষাপটে ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা। জনসাধারণকে ভুল প্রতিবেদন বা ভুল তথ্য শনাক্ত করতে সহায়তা করার জন্য বাংলাদেশের গণমাধ্যমের বৃহত্তর ভূমিকা পালন করার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন অংশগ্রহণকারী সাংবাদিকেরা।
ইউএসএআইডির মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেন্স বলেছেন, “প্রথাগত গণমাধ্যম থেকেই আসুক বা সামাজিক মাধ্যম, আজকের বিশ্বে তথ্যের উৎস রয়েছে অনেক, আর আছে জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে মিথ্যা তথ্যের ক্রমবর্ধমান উত্থান। একারণেই গণমাধ্যমের ভূমিকা এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তথ্যের জন্য মানুষের বিশ্বস্ত, নির্ভরযোগ্য উৎস প্রয়োজন, এবং ইউএসএআইডি এই প্রচেষ্টায় বাংলাদেশি সাংবাদিকদের সমর্থন করে”।
এসব কর্মশালার মাধ্যমে স্বাস্থ্য, কৃষি, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের প্রধান বিষয়গুলো বাংলাদেশী সাংবাদিকদের আরও ভালোভাবে বোঝার সুযোগ করে দেয় ইউএসএআইডি, যেন তাদের জ্ঞান বাড়ে এবং তারা আর্থ -সামাজিক উন্নয়নের বিষয়গুলো সম্পর্কে জনসাধারণকে জানাতে পারেন।
ইউএসএআইডি প্রসঙ্গে: স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে, ইউএসএআইডির মাধ্যমে, আট বিলিয়ন ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। শুধু ২০২০ সালেই, কোভিড-১৯ মহামারি মোকাবিলা, খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগের প্রসার, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও চর্চায় উৎসাহ, এবং পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহনশীলতা বাড়ানোর মতো কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে ইউএসএআইডি।
###