আর্লিংটন, ভার্জিনিয়া – আজ যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (ইউএসটিডিএ) স্মার্ট গ্রিড অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিডের নির্ভরযোগ্যতা বাড়াতে এবং আরো বেশি ব্যয়সাশ্রয়ী ও অভিঘাতসহনশীল করার লক্ষ্যে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ পাওয়ার সেলকে ১২ কোটি ৯০ লক্ষ টাকা (১.৫ মিলিয়ন ডলার) কারিগরি সহায়তা অনুদান দিয়েছে।
“ইউএসটিডিএ-এর দিক থেকে এই অনুদান আমরা যে ধরনের জলবায়ু-স্মার্ট অবকাঠামো প্রকল্পগুলোকে সহায়তা করতে চাই তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ,” উল্লেখ করে ইউএসটিডিএ-এর ভারপ্রাপ্ত পরিচালক রাষ্ট্রদূত (অব.) ভিনাই থুম্মালাপাল্লি বলেছেন, “এর মাধ্যমে বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিড বা জ্বালানী ব্যবস্থাপনা একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আসবে, ফলে বৈদ্যুতিক গ্রিড আরো দক্ষ ও গতিশীল হবে এবং নবায়নযোগ্য জ্বালানি সমাধানগুলোর একত্রীকরণের একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে।”
ইউএসটিডিএ-এর সহায়তা স্মার্ট গ্রিড প্রযুক্তি ব্যবহার করে আগামী দশ বছরে বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিড ব্যবস্থাপনার লক্ষ্যে বিনিয়োগ ও বাস্তবায়নের বিস্তারিত পথনির্দেশনা তৈরিতে সহায়তা করবে। ম্যাসাচুসেটস-ভিত্তিক বোস্টন কনসাল্টিং গ্রুপ এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করবে।
একটি স্মার্ট গ্রিড দ্বারা আনা দ্বি-মুখী যোগাযোগ পদ্ধতি আমাদের আরও দক্ষতার সাথে শক্তি তৈরি এবং ব্যবহার করার সুযোগ করে দেবে ৷ তাই একটি স্মার্ট গ্রিড বাস্তবায়ন করা একটি অবকাঠামোগত উন্নয়নের মতোই সমান গুরুত্বপূর্ণ যা যে কোনো সেতু বা ফ্লাইওভারের মতোই তাৎপর্যপূর্ণ,” বলেছেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ।
এই কর্মকান্ডের মধ্য দিয়ে জলবায়ু-স্মার্ট অবকাঠামোর লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে ইউএসটিডিএ-এর বৈশ্বিক অংশীদারিত্বের ক্ষেত্রে অগ্রগতি ঘটবে যা উদীয়মান বাজারে ক্লিন বা পরিচ্ছন্ন পরিবহন ও জ্বালানী অবকাঠামো প্রকল্পগুলোর সাথে যুক্তরাষ্ট্রের শিল্পকে সংযুক্ত করবে।
###
ইউএস ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি উদীয়মান অর্থনীতিতে অগ্রাধিকারমূলক অবকাঠামো প্রকল্পের জন্য মার্কিন পণ্য ও পরিষেবা রপ্তানির মাধ্যমে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে। ইউএসটিডিএ প্রকল্প প্রণয়ন ও অংশীদারিত্বমূলক কার্যক্রমে অর্থায়নের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য রপ্তানির সুযোগ তৈরি করে যা অংশীদার দেশগুলোতে টেকসই অবকাঠামো তৈরি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ায়।
মিডিয়া অনুসন্ধান: পল মারিন | (৭০৩) ৮৭৫-৪৩৫৭
Tel: 703-875-4357 | 1101 Wilson Blvd., Suite 1100 Arlington, Va.22209 | www.ustda.gov