শেয়ার আমেরিকা
ডেভ রেনল্ডস – মে ২০, ২০২০
যুক্তরাষ্ট্রের সকল প্রধান ধর্মের দাতারা দেশে ও বিদেশে কোভিড-১৯ মোকাবেলায় সহায়তা করছেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা সারা দেশে জরুরি হাসপাতাল স্থাপন ও খাবার সরবরাহের মতো কাজগুলো করছেন, এবং তাঁরা বিশ্বজুড়ে ক্ষুদ্র ব্যবসায়ে সহায়তা করছেন।
এপ্রিলের শুরুতে, নিউইয়র্কে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা বাড়তে শুরু করলে , বিশ্বাসভিত্তিক মানবিক সংস্থা সামারিটান’স পার্স নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে একটি অস্থায়ী জরুরি হাসপাতাল স্থাপন করে। ৬৮-শয্যাবিশিষ্ট এই হাসপাতালে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা দেয়ার যাবতীয় সুবিধা রয়েছে। এর আগে সামারিটান’স পার্স একই ধরনের হাপাতাল ছোট আকারে ইতালির মিলানে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দেয়ার জন্য স্থাপন করেছিল।
“মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, হাসপাতালগুলোতে কোন বেড খালি নেই এবং চিকিৎসকরা রোগী সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছেন,” বলছিলেন খৃষ্টান দাতব্য সংস্থা সামারিটান’স পার্সের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন গ্রাহাম। “সামারিটান’স পার্স সবসময় যা করে — আমরা সঙ্কটে থাকা মানুষদের সহায়তায় এগিয়ে যাই।”
যুক্তরাষ্ট্রের সরকার বিশ্বব্যাপী মহামারি মোকাবেলায় সহায়তা করতে জরুরি স্বাস্থ্য, মানবিক ও অর্থনৈতিক সহায়তা হিসেবে ৯০০ মিলিয়ন আমেরিকান ডলারের বেশি বরাদ্দ করেছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের বেসরকারি দাতারা বিদেশে কোভিড-১৯ মোকাবেলায় সরকারি সাহায্যের অতিরিক্ত আরো ৩ বিলিয়ন আমেরিকান ডলার অর্থ সাহায্য করেছে।
দাতাদের পরামর্শদানকারী অলাভজনক সংস্থা ফিলানথ্রপি রাউন্ডটেবিল-এর মতে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় যুক্তরাষ্ট্রের দাতারা প্রতিবছর ৪৪ বিলিয়ন আমেরিকান ডলারের বেশি দান করে। সবচেয়ে বেশি অনুদান দেয় দেশের মধ্যবিত্ত মানুষেরা। সংস্থার মতে, দান করার ক্ষেত্রে ধর্মীয় বিশ্বাস আমেরিকানদের অন্য যেকোন কিছুর চেয়ে বেশি অনুপ্রাণিত করে।
যুক্তরাষ্ট্রের ইহুদি, মুসলমান এবং খৃষ্টানরা সহায়তা করছেন
আমেরিকান জিউস ওয়ার্ল্ড সার্ভিস এশিয়া, আফ্রিকা, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের যে ১৯টি দেশে কাজ করে সেখানে খাবার, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং আর্থিক সহায়তা দিচ্ছে।

রোজা পালনের অংশ হিসেবে রমজান মাসে যুক্তরাষ্ট্রের মুসলমানরা দান করেছেন এবং হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীদের সেবাশুশ্রূষা করছেন। ইসলামের অন্যতম স্তম্ভ যাকাত বিষয়ক কর্মকান্ডে নিয়োজিত আমেরিকার যাকাত ফাউন্ডেশন শিকাগোর হাসপাতালগুলোতে রোগী পরীক্ষা করার কয়েক হাজার গ্লাভস সরবরাহ করেছে।
খৃষ্টান দাতব্য সংস্থা কনভয় অফ হোপ মে মাসের ১ তারিখে ঘোষণা করেছিল যে, তারা ১ কোটি অভাবী মানুষকে খাবার দেয়ার লক্ষ্যকে ইতোমধ্যে ছাড়িয়ে গেছে। সংস্থাটি গির্জার মাধ্যমে যুক্তরাষ্ট্রজুড়ে অভাবী মানুষের মধ্যে খাবার বিতরণ করা অব্যাহত রেখেছে।
হোপ ইন্টারন্যাশনাল ক্ষুদ্র ব্যবসায়ীদের মহামারির অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করছে। খৃষ্টান দাতব্য সংস্থাটি লাতিন আমেরিকা, পূর্ব ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার উদ্যোক্তাদের ঋণ ও আর্থিক সহায়তা করছে। সংস্থাটি মনে করছে তাদের দেয়া আর্থিক সহায়তা অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে সহায়তা করবে।
হোপ ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এবং সিইও পিটার গ্রেয়ার বলেন, “এই সময়ে অলাভজনক সংস্থাগুলো যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে এসেছে এমনটা আমি আমার জীবনে আগে কখনো হতে দেখিনি।”