এবিসি রেডিও (এফএম ৮৯.২ ), এবং বিশিষ্ট গীতিকার ফুয়াদ আল মুকতাদির এবং জোহাদ, এলিটা, জেফার, রাফা, তাশফিয়া, পালবাশা, এমিল ও ইসা’সহ একদল প্রতিভাবান বাংলাদেশী তরুণ গায়কের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ইউএসএআইডি বাস্তব জীবনের সকল সম্মুখসারির যোদ্ধাদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছে।
ঢাকা, মঙ্গলবার, ২০ জুলাই ২০২০- আজ যুক্তরাষ্ট্র দূতাবাস কোভিড-১৯ মহামারী কালে অত্যাবশ্যকীয় সেবা প্রদানকারী সম্মুখসারির কর্মীদের প্রতি শ্রদ্ধা ও ধন্যবাদ জানাতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)’র মাধ্যমে “জয় হবে” শীর্ষক একটি গান প্রকাশ করেছে। গত মার্চে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পর থেকে বাংলাদেশের সম্মুখসারির কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে নভেল করোনাভাইরাস রোগের বিস্তার রোধে দিন-রাত অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন এবং জনসাধারণকে বাড়িতে অবস্থানে সহায়তা করছেন। বাস্তব জীবনের এসকল মহায়কদের প্রতি শ্রদ্ধা হিসাবে ইউএসএআইডি’র অর্থায়নে এই উদ্যোগটি এবিসি রেডিও (এফএম ৮৯.২) কর্তৃক বাস্তবায়িত হয়েছে।
সম্মুখসারির কর্মীদের নিকট আমাদের ঋণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাষ্ট্রদূত মিলার বলেন, “আমাদের নিজেদেরকে এবং আমাদের পরিবারগুলোকে ভালো রাখতে প্রয়োজনীয় সেবা দিতে স্বাস্থ্যসেবা কর্মী, পুলিশ, কাস্টমস কর্মকর্তা, সাংবাদিকসহ মুদি দোকান, ফার্মেসি ও অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিদিন এক অসাধারণ সেবামূলক কাজ করে যাচ্ছেন। … আপনারা সবাই হলেন প্রকৃত বীর। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অসীম ।”
ইউএসএআইডি মিশন ডিরেক্টর ডেরিক এস. ব্রাউন বলেছেন, “শুধু ডাক্তার, নার্স ও ফার্মাসিস্টদের প্রতি নয়, সেইসাথে সম্মুখসারিতে কর্মরত সকল শ্রেণী-পেশার কর্মী যারা আমাদের হাসপাতালগুলো পরিচ্ছন্ন রাখেন, আমাদের জন্য খাবার তৈরি ও বিতরণ করেন, অত্যাবশ্যকীয় দোকান খোলা রাখেন, জরুরী নীতিমালা নির্ধারণ করেন, জরুরী খাদ্য পরিবহন করেন, এবং কী ঘটছে সে বিষয়ে প্রতিবেদন তৈরি করেন তাঁদের সবার কঠিন শ্রম ও ত্যাগের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। আমাদের ধন্যবাদ ও অগণিত প্রশংসা তাঁদের প্রাপ্য। আমাদেরকে নিরাপদ ও অবহিত রাখতে সহায়তার জন্য আমাদেরও তাঁদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেতে হবে।”
করোনা মহামারীর শুরু থেকেই লড়ে যাওয়া সকল স্তরের সম্মুখ যোদ্ধাদের ইউএসএআইডি’র পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তাদের সম্মানার্থে আমাদের নিবেদন “জয় হবে”। Watch and listen to the USAID premiere of “Joy Hobe” – a song honoring all #COVID19 frontline workers in Bangladesh. The song is produced by Fuad Almuqtadir and features prominent Bangladeshi singers Md.Zohad Reza Chowdhury, Elita Karim, Xefer, AvoidRafa, Tashfee, Palbasha Siddique, Emil, and Issa (Farooque Bhai Project). Lyrics by SHAHAN KABONDHO , Fuad and Faroogue bhai project. The song was made in partnership with ABC Radio FM 89.2 with video production by Deafrip Entertainment. Enjoy the song. Post your comments below. And don’t forget to share!
Posted by USAID Bangladesh on Sunday, July 19, 2020
বিশিষ্ট গীতিকার ফুয়াদ আল মুক্তাদির গানটি গেয়েছেন যেখানে জোহাদ, এলিটা, জেফার, রাফা, তাশফিয়া, পালবাশা, এমিল ও ইসা’সহ একদল প্রতিভাবান বাংলাদেশী তরুণ গায়ক গায়িকা অংশ নিয়েছেন। কোভিড-১৯’র বিস্তার রোধে সহায়তাকল্পে সামাজিক দূরত্ব চর্চার অংশ হিসাবে শিল্পীরা নিজেরাই ঘরে বসে এই গানের ভিডিও ধারণ করেছেন। গানটি ইউএসএআইডি’র সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এবিসি রেডিও ও প্রথম আলোর ফেসবুক পেইজ থেকে একযোগে প্রদর্শিত হয়।
বক্স : https://drive.google.com/file/d/1Dg-Ee2G7KiHIVUbidI002C4tcP0vZTf7/view
বাংলাদেশে কোভিড-১৯ মোকাবেলার প্রস্তুতি ও কার্যক্রম গ্রহণে তহবিল সংস্থানে প্রথম পর্যায়ের দাতা সংস্থাগুলোর অন্যতম হিসাবে যুক্তরাষ্ট্র সরকার এ পর্যন্ত ৫৬.৫ মিলিয়ন ডলারের বেশী সহায়তা প্রদান করেছে। এর মধ্যে রয়েছে ইউএসএআইডি থেকে উন্নয়ন ও মানবিক সহায়তা হিসাবে প্রায় ৩৭ মিলিয়ন ডলার। এই তহবিল রোগনির্ণয় ও পরীক্ষাগার সক্ষমতা জোরদারকরণ; আক্রান্তের ব্যবস্থাপনা এবং সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ চর্চা বাড়ানো; সরবরাহ ব্যবস্থা ও দ্রব্যসামগ্রী ব্যবস্থাপনা পদ্ধতি উন্নতকরণ; এবং জনসচেতনতা বৃদ্ধি এবং গুজব ও ভুলধারণা দূর করতে ঝুঁকি বিষয়ক তথ্য-যোগাযোগ বার্তা প্রচার জোরদারকরণে সহায়ক হচ্ছে।
যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি’র মাধ্যমে ১৯৭১ সাল থেকে বালাদেশে উন্নয়ন সহায়তা হিসাবে ৭ বিলিয়ন ডলারের বেশী অর্থ প্রদান করেছে। খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা উন্নতকরণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও চর্চা উৎসাহিতকরণ, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণের জীবনমান উন্নয়নে ২০১৯ সালে ইউএসএআইডি ২০০ মিলিয়ন ডলারের অধিক অর্থ প্রদান করেছে।