ঢাকা, আগস্ট ২৪, ২০২০ — ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের আগামী সোমবার, ৩১ আগস্ট, ২০২০ তারিখে বিকেল ৪:০০ টার সময় ওয়েবএক্স (WebEx)-এর মাধ্যমে রাষ্ট্রদূত মিলারের সঙ্গে ভার্চুয়াল টাউন হল অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানিয়েছে।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মিলার ভোটদানের গুরুত্ব ও কোভিড-১৯ মোকাবেলায় দূতাবাসের কার্যক্রম নিয়ে আলোচনা করবেন এবং প্রশ্নোত্তর অধিবেশনে অংশ নেবেন। দূতাবাসের কনস্যুলার সেবা বিষয়ক সর্বশেষ তথ্যাদি এবং অনুপস্থিত থেকে ভোটদানের জন্য আপনার করণীয় সম্পর্কে জানাতে অনুষ্ঠানে কনস্যুলার কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
আপনি জানতে চান এমন প্রশ্নগুলো আগামী ৩০ আগস্ট সকাল ১০:০০ টার মধ্যে ই-মেইলের মাধ্যমে DhakaACS@state.gov ঠিকানায় পাঠাতে হবে। ই-মেইল এর বিষয় লিখতে হবে “Town Hall” (টাউন হল)।
ওয়েবএক্স ব্যবহার করে টাউন হল অনুষ্ঠানে যুক্ত হওয়ার ‘এক্সেস কোড ও পাসওয়ার্ড’-সহ বিস্তারিত তথ্য আগামী রোববার, ৩০ আগস্ট আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আপনি ঢাকার বারিধারার মাদানী এভিনিউতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে ছুটির দিন বাদে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪:৩০ এর মধ্যে (৮৮) (০২) ৫৫৬৬-২০০০ ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ছুটির দিন বা সপ্তাহান্তের দিনগুলোতে (শনিবার ও রোববার) জরুরি প্রয়োজনে যুক্তরাষ্ট্রের নাগরিকগণ (৮৮) (০২) ৫৫৬৬-২০০০ ফোন নাম্বারে ডায়াল করে “০” চেপে দায়িত্বরত কর্মকর্তার সাথে কথা বলতে পারেন।
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে অনুগ্রহপূর্বক সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর ওয়েবসাইট https://www.cdc.gov/coronavirus/2019-ncov/index.html দেখুন। এছাড়াও কোভিড-১৯ চলাকালে ভ্রমণ সংক্রান্ত তথ্য দূতাবাসের ওয়েসবাইটে https://bd.usembassy.gov/covid-19-information/ পাওয়া যাবে।
কোভিড-১৯ এর কারণে আমেরিকান সেন্টার, আর্চার কে. ব্লাড লাইব্রেরি, এবং এডুকেশনইউএসএ স্টুডেন্ট এডভাইসিং সেন্টার জনসাধারণের ব্যবহারের জন্য বন্ধ রয়েছে। এই অবস্থায় আমরা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ভার্চুয়াল কর্মসূচি চালিয়ে যাব এবং পরিস্থিতির উন্নতি হওয়া মাত্র সকল সেবা জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেয়া হবে; তবে, কবে নাগাদ খোলা হবে তার কোন সুনির্দিষ্ট তারিখ এখনই বলা সম্ভব হচ্ছে না।
আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের বাংলা (https://bd.usembassy.gov/bn/) ও ইংরেজি (https://bd.usembassy.gov/) ভাষার ওয়েবসাইট ও ফেসবুক (@bangladesh.usembassy) এবং টুইটার (@usembassydhaka) দেখুন।