ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস গত ১১-১৯ মে অনলাইন মাস্টারক্লাসের মাধ্যমে বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতাদের জন্য শিল্প প্রশিক্ষণ সঞ্চালনা করেছে

Embassy of the United States of America
Public Affairs Section
Tel: 88-025566-2000
E-mail: DhakaMediaRequests@state.gov
Website: https://bd.usembassy.gov/

 

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস গত ১১১৯ মে অনলাইন মাস্টারক্লাসের মাধ্যমে বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতাদের জন্য শিল্প প্রশিক্ষণ সঞ্চালনা করেছে

যুক্তরাষ্ট্রের পাঁচজন শিল্প প্রতিনিধি ভার্চুয়াল মাস্টারক্লাসে পাঠ পরিচালনা করেছেন যার মধ্যে রয়েছে স্বাধীন চলচ্চিত্র প্রদর্শনী। মাস্টারক্লাসগুলোর মাধ্যমে ১২ জন প্রতিশ্রুতিশীল বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতার সাথে বছরব্যাপী একটি সহযোগিতার সূচনা হয়েছে যা শিল্প মাধ্যমে স্বাধীন মতপ্রকাশ, অর্থনৈতিক বৈচিত্র্য এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বৃহত্তর সহযোগিতা উৎসাহিত করবে।

ঢাকা, ১৮ মে ২০২০ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস গত ১১-১৯ মে যুক্তরাষ্ট্রের বিনোদন শিল্প বিষয়ে পাঁচটি অনলাইন সঞ্চালনার আয়োজন করেছে। এর আওতায় স্বাধীন চলচ্চিত্র উন্নয়ন কৌশল, সেরা দৃষ্টান্ত এবং বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতাদের চ্যালেঞ্জ অন্বেষণে ১২ জন প্রতিশ্রুতিশীল বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতাকে সম্পৃক্ত করা হয়েছে। অলাভজনক প্রতিষ্ঠান ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট-এর তত্ত্বাবধানে গ্লোবাল মিডিয়া মেকার (জিএমএম) কার্যক্রম এই মাস্টারক্লাসের আয়োজন করেছে। এই ক্লাস পরিচালনায় হলিউডের পাণ্ডুলিপি লেখক, পরিচালক ও প্রযোজকদের মধ্যে রয়েছেন জ্যাভিয়ার ফুয়েন্তেস-লিও, জিম ইয়ং, রুথ অ্যাটকিনসন, টাটিয়ানা কেলি, এবং ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট-এর সিনেমা বিশেষজ্ঞ মারিয়া বোজি।

ভার্চুয়াল মাস্টারক্লাসগুলো ১২ জন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকারদের জন্য তাঁদের চলমান প্রকল্পগুলোর বিষয়ে আলোচনা, বিশেষজ্ঞ ও সহসাথীদের কাছ থেকে মতামত পাওয়া, নতুন প্রকল্পের ধারণা তৈরি এবং নিজেদের প্রকল্পের চিত্তাকর্ষক উপস্থাপনার কৌশল অনুশীলনের সুযোগ সৃষ্টি করেছে। ক্লাসের সেশনগুলোতে প্রযোজনা, গল্পকাঠামো, এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের চ্যালেঞ্জ বিষয়ক একটি কেস স্টাডিও আলোচিত হয়েছে। বাংলাদেশ শর্ট ফ্ল্মি ফোরাম, খনা টকিজ, ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অফ বাংলাদেশ, ঢাকা ডক ল্যাব এবং ছবিয়ালের সাথে পরামর্শের ভিত্তিতে জিএমএম এই ১২ জন অংশগ্রহণকারীকে নির্বাচন করেছে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট-এর সাথে সহযোগিতার ভিত্তিতে ২০১৬ সালে শুরু হওয়া গ্লোবাল মিডিয়া মেকার (জিএমএম) কার্যক্রমটি ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট-এর একটি উদ্ভাবনী প্রশিক্ষণ কার্যক্রম। এ কার্যক্রমের আওতায় সর্বাঙ্গীন চলচ্চিত্র নির্মাণ শিক্ষা, ব্যবসায় প্রশিক্ষণ, পেশাদার নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ এবং উপযুক্ত বিশেষ পরামর্শ প্রদানসহ পৃথিবীর নানা প্রান্তের চিত্রনাট্যকারদেরকে যুক্তরাষ্ট্রের বিনোদন পেশাজীবীদের সাথে সংযুক্ত করা হয়।

ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট একটি অলাভজনক শিল্প প্রতিষ্ঠান যা স্বাধীন চলচ্চিত্র প্রসারে কাজ করে এবং বৈচিত্র্য, উদ্ভাবনা এবং দৃষ্টিভঙ্গীর অনন্যতাসম্পন্ন শিল্পীগোষ্ঠীকে সহায়তা প্রদান করে থাকে। ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্র নির্মাতাদেরকে তাঁদের চলচ্চিত্র নির্মাণে সহায়তা করে, তাঁদের প্রকল্পের জন্য দর্শক-শ্রোতা তৈরি করে এবং চলচ্চিত্র শিল্পে বৈচিত্র্য সৃষ্টিতে কাজ করে। ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট-এর পরিচালনা পর্ষদ, চলচ্চিত্র নির্মাতা, কর্মী ও সমর্থকদের মধ্যে রয়েছে বিভিন্ন সক্ষমতা, বয়স, জাতি, লিঙ্গ, গোষ্ঠী ও যৌন অভিমুখের অন্তর্ভুক্তিমূলক জনগোষ্ঠী।

আরো তথ্যের জন্য দেখুন: https://www.filmindependent.org/programs/global-media-makers/

যুক্তরাষ্ট্রের আর্টস এনভয় প্রোগ্রামের আওতায় আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া ও সহযোগিতা এবং পারস্পরিক মূল্যবোধ ও আকাঙ্খার প্রতিফলন ঘটানোর লক্ষ্যে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের শিল্প বিশেষজ্ঞ গোষ্ঠীর সেরা বিষয়গুলো প্রচার করা হয়। এ কার্যক্রমের আওতায় যুক্তরাষ্ট্রের পরিবেশন শিল্পী, চিত্রকর, কবি, নাট্যকার, থিয়েটার ও চলচ্চিত্র পরিচালক, কিউরেটর ও অন্যান্য পেশাজীবীগণ কর্মশালা সঞ্চালন, পরিবেশনা এবং তরুণদেরকে পরামর্শ প্রদানের জন্য বিদেশে ভ্রমণ করেন।

জুলাই ২০১৯-এ বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত এবং আরিফুর রহমান লস অ্যাঞ্জেলেস ও ক্যালিফোর্নিয়াতে জিএমএম আয়োজিত ৬-সপ্তাহব্যাপী আবাসিক কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ কার্যক্রমের আওতায় ছিলো সর্বাঙ্গীন চলচ্চিত্র নির্মাণ শিক্ষা, ব্যবসায় প্রশিক্ষণ, পেশাদার নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ এবং উপযুক্ত বিশেষ পরামর্শ। ২০১৯ সালের আবাসিক কার্যক্রম এবং এবারের ভার্চুয়াল মাস্টারক্লাসগুলো শিল্প মাধ্যমে স্বাধীন মতপ্রকাশ, অর্থনৈতিক বৈচিত্র্য এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বৃহত্তর সহযোগিতা উৎসাহিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের দৃষ্টান্ত।

============================

যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র শিল্প সঞ্চালকদের জীবনবৃত্তান্ত

 

জ্যাভিয়ার ফুয়েন্তেসলিওন, লেখক/পরিচালক

পেরুতে ডাক্তারি ডিগ্রি শেষ করার পর জাভিয়ের ফুয়েন্তেসলিওন লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ আর্টস (ক্যালআর্টস)-এ চলচ্চিত্র বিষয় অধ্যয়ন করেন। তাঁর চলচ্চিত্র রুমস (১০৯৭) স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পেরুর জাতীয় পুরস্কার পেয়েছে। ২০০৯ সালে সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে তার প্রথম ফিচার ফিল্ম, কনট্রাকরিয়েন্তে (আন্ডারটো)-এর উদ্বোধনী প্রদর্শনী হয় এবং ৫০টিরও বেশি আন্তর্জাতিক পুরষ্কার জিতে নেয়। ২০১৮ সালে সম্পূর্ণ কলম্বিয়াতে ধারণ করা নেটফ্লিক্সের আদি সিরিজ ডিস্ট্রিটো সালভেজ (ওয়াইল্ড ডিস্ট্রিক্ট)-এর প্রথম মৌসুমের সহ-লেখক ও প্রধান পরিচালক ছিলেন ফুয়েন্তেস-লিওন। বর্তমানে তিনি যেসব প্রকল্প উন্নয়নে কাজ করছেন সেগুলোর মধ্যে রয়েছে: টিভি সিরিজ প্রফেট, ফ্যান্টাসি প্রেমের ধারবাহিক গল্প দি উইমেন হু ফিয়ার্ড দি সান, এবং রক মিউজিক্যাল সিনিস্টার, যার জন্য তিনি সংগীতও রচনা করছেন।

টাটিয়ানা কেলি, প্রযোজক, সেরেনা ফিল্মস

টাটিয়ানা কেলি বর্তমানে তাঁর প্রামাণ্যচিত্র হাউ ডু আই ডু ইট পরিচালনা করছেন যেখানে খেলার বাজির পরিমাণে বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী রহস্যঘন ও ভয়ানক ক্রীড়া জুয়াড়ী ডেভিড “ভেগাস ডেভ” ওয়ানসিয়ার উত্থান ও পতনের (এবং পুনরায় উত্থান) বিষয়গুলো উঠে এসেছে। টেলিভিশনে তিনি এমটিভি’র দি হিলস-এর তত্ত্বাবধায়ক প্রযোজক, লায়নসগেট/সিএমটি সিরিজ মিউজিক সিটি -এর নির্বাহী প্রযোজক এবং সেইসাথে ব্রাভো, ই!, ইউএসএ নেটওয়ার্কস, এবং কুইবি-এর পরীক্ষামূলক অনুষ্ঠানসমূহের প্রযোজক ও লাইন প্রযোজক হিসাবে কাজ করেছেন। কেলি এর আগে নিউ ইয়র্কের একটি বিজ্ঞাপনী সংস্থায় অ্যাকাউন্ট পরিচালক হিসাবে এবিসি, শোটাইম এবং লাইফটাইমের মতো গ্রাহকদের পরিচালনা করেছেন। কেলি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং পাঁচটি ভাষায় কথা বলতে পারেন।

 

জিম ইয়ং, প্রযোজক, অ্যানিমাস ফিল্মস

জিম ইয়ং সম্প্রতি নিকোলাস ডাউইডফ রচিত ও নিউ ইয়র্ক টাইমসের সর্বাধিক বিক্রীত বই অবলম্বনে নির্মিত বেন লেউইন পরিচালিত এবং একাডেমি পুরস্কার-মনোনীত রবার্ট রোদাত রচিত দি ক্যাচার ওয়াজ স্পাই-এর প্রযোজনা করেছেন। টেলিভিশনের ক্ষেত্রে ইয়ং অ্যামাজন স্টুডিওস, সিবিএস নেটওয়ার্ক, লেজেন্ডারি টেলিভিশন, ফক্স, সনি পিকচার্স টেলিভিশন, এএন্ডই, ইউপি, ফক্স স্পোর্টস, গল্ফ চ্যানেল এবং বিইটি-তে প্রকল্প গ্রহণ ও প্রযোজনা করেছেন। এর আগে, ইয়ং অভিনেতা বিল প্যাকসটনের আমেরিকান এন্টারটেইনমেন্ট কোম্পানিতে ক্রিয়েটিভ এক্সিকিউটিভ হিসাবে কাজ করেছেন যেখানে তিনি লায়ন্সগেট কর্তৃক অবমুক্ত ফ্রেইলটি (ম্যাথিউ ম্যাককনোঘে)-এ কাজ করেছিলেন। এছাড়াও ইয়ং ইউনিভার্সাল, ডিজনি, রেভলিউশন, স্ক্রিন জেমস এবং এইচবিও’সহ অনেক স্টুডিওর জন্য বিভিন্ন প্রকল্প প্রণয়নে কাজ করেছেন।

 

রুথ অ্যাটকিনসন, পাণ্ডুলিপি লেখক এবং এবং কাহিনী সম্পাদক

রুথ অ্যাটকিনসন চলচ্চিত্র/টেলিভিশন ব্যবসায় ক্ষেত্রে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে লস অ্যাঞ্জেলেস-ভিত্তিক পাণ্ডলিপি পরামর্শক ও কাহিনী সম্পাদক হিসাবে কাজ করছেন। রুথ অনেকগুলি কাহিনীচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাহিনী সম্পাদনা করেছেন এবং পরামর্শ দিয়েছেন যেগুলো পুরষ্কার জিতেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে টিআইএফএফ-এ উদ্বোধনী প্রদর্শনী হওয়া দি লাস্ট পর্নো শো, সাফ, রেগার্ডে মোই (লুক অ্যাট মি) এবং মিশরের অস্কার মনোনীত শেখ জ্যাকসন। তাছাড়া হুইশলার ফিল্ম ফেস্টিভালে ফল ব্যাক ডাউন-এর উদ্বোধনী প্রদর্শনী হয়। আরো রয়েছে বেরিনেল, ট্রিবেকা এবং টিআইএফএফ পুরষ্কার বিজয়ী ৩৭ সেকেন্ডস, সানড্যান্স এবং এসএক্সএসডব্লিউ-এর বিশেষ জুরি পুরস্কার বিজয়ী ইমার্জেন্সি (স্বল্পদৈর্ঘ্য), বেরিনেল ও এসএক্সএসডব্লিউ বিজয়ী লিবার্টি (স্বল্পদৈর্ঘ্য)। এর পাশাপাশি রয়েছে খ্যাতনামা ইন্ডিজ জোনাস চেরনিকের মাই অকওয়ার্ড সেক্সুয়াল অ্যাডভেঞ্চার, ক্যাথলিন টার্নার অভিনীত দ্য পারফেক্ট ফ্যামিলি, ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠীখ্যাত কুয়েন্টিন লি’র দি পিপল আই হ্যাভ স্লেপ্ট উইথ, নিউজিল্যান্ডে ব্যাপক জনপ্রিয় হওয়া প্রেডিকামেন্ট এবং ম্যাট বিসনেট জেনি-মনোনীত হু লাভস দি সান স্টারিং, মলি পার্কার এবং অ্যাডাম স্কট। ফিল্ম ইন্ডিপেন্ডেন্টের প্রজেক্ট ইনভলভ, গ্লোবাল মিডিয়া মেকার্স এবং চিত্রনাট্যকার ও পরিচালকদের ল্যাবগুলোতেও রুথ চিত্রনাট্য পরামর্শদাতা/উপদেষ্টা হিসাবে কাজ করছেন। তিনি কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে প্রতি বছর অনুষ্ঠিত হুইশলার ফিল্ম ফেস্টিভ্যাল প্র্যাক্সিস স্ক্রিনরাইটারস ল্যাবের একজন পরামর্শক এবং সেন্ট জোনস, নিউফাউন্ডল্যান্ডের মর্যাদাপূর্ণ আরবিসি মিশেল জ্যাকসন ইমার্জিং ফিল্মমেকার পুরষ্কারের চিত্রনাট্য পরামর্শদাতা। এর আগে রুথ সানড্যান্স ইনস্টিটিউটের চিত্রনাট্যকার ও পরিচালকদের ল্যাবে কাহিনী বিশ্লেষক ছিলেন।

 

মারিয়া ্যাকুয়েল বোজি, জ্যেষ্ঠ পরিচালক, ফিল্ম এডুকেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ, ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট

মারিয়া ্যাকুয়েল বোজি ফিল্ম ইন্ডিপেন্ডেন্টের সমস্ত শিক্ষা পাঠ্যক্রমের ধারণা প্রণয়ন, পরিকল্পনা এবং বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন। তাঁর নেতৃত্বে চলচ্চিত্র শিক্ষা বিভাগ বছরে ১৫০টিরও বেশি ইভেন্ট আয়োনের মাধ্যমে স্বাধীন চলচ্চিত্র সম্প্রদায়ের সেরা পেশাজীবীদের প্রতিনিধিত্বকারী ২৫০ জনেরও বেশি অতিথি বক্তাকে একত্রে আনে। চলচ্চিত্র শিক্ষার ক্ষেত্রে মিজ বোজির বিস্তৃত পটভূমি রয়েছে। সাত বছর তিনি ইউসিএলএ, লয়োলা ম্যারিমাউন্ট বিশ্ববিদ্যালয়, আরভাইনে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়’সহ লস অ্যাঞ্জেলেস জুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে চলচ্চিত্র ও ভিডিও প্রযোজনা বিষয় পড়িয়েছেন। তিনি ইউসিএলএ থেকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডাকশনে এমএফএ ডিগ্রি প্রাপ্ত।