আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে
এপ্রিল ১২–১৩ এবং এপ্রিল ১৫–১৬ যুক্তরাষ্ট্র দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে
ঢাকা এপ্রিল ৮, ২০২০— শব -ই – বরাত ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ৯ই এপ্রিল , বৃহস্পতিবার , এবং আগামী ১৪ ই এপ্রিল, মঙ্গলবার , কনস্যুলার সেকশন সহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে। বাংলা নববর্ষের প্রথম দিন বাংলাদেশের জাতীয় ছুটির দিন । তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।
এপ্রিল ১২-১৩ এবং এপ্রিল ১৫-১৬ এবং তার পরবর্তী সময়ে সাধারণ কার্যদিবস অনুযায়ী আমেরিকান নাগরিকদের জন্য এপয়েন্টমেন্ট এবং জরুরি সেবা প্রদান করা হবে। দীর্ঘায়িত সরকারী ছুটির পর জনপরিবহনের স্বল্পতা কারণে এপয়েন্টমেন্ট পুনরায় নির্ধারণ করতে হলে আমাদের কনস্যুলার সেকশনে এই নম্বরে যোগাযোগ করুন (৮৮)(০২) ৫৫৬৬-২০০০। আমাদের দূতাবাসের কার্যক্রম, এবং যুক্তরাষ্ট্রের সরকারের বাংলাদেশী জনগণের প্রতি স্থায়ী সহমর্মিতা ও অঙ্গীকার সমন্ধে রাষ্ট্রদূত মিলারের বার্তাটি শুনতে এই ভিডিওটি দেখতে পারেন- https://youtu.be/TdXTEwR1DnM
মার্চের ১৯ তারিখে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পৃথিবীব্যাপী স্বাস্থ্য পরামর্শক সতর্কতা জারি করে আমেরিকান নাগরিকদের যুক্তরাষ্ট্রে ফেরত যাওয়ার অথবা অনির্দিষ্টকালের জন্য বিদেশে অবস্থান করার প্রস্তুতি নিতে বলে। মার্কিন নাগরিকরা কোরোনা (COVID-19) মহামারী সংক্রান্ত বাংলাদেশ সরকারের সর্বশেষ খবরাখবর, বাণিজ্যিক বিমান ভ্রমণ তথ্য “স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম” (STEP https://step.state.gov/step/) ওয়েবসাইটে এ রেজিস্টার করে পেতে পারেন। জরুরি অবস্থায় বাংলাদেশে থাকা আমেরিকান না- গরিকরা দূতাবাসে ফোন করতে পারবেন এই নম্বরগুলিতে – (৮৮) (০২) ৫৫৬৬-২০০০ অথবা +১ (৮৮৮) ৪০৭-৪৭৪৭ (যুক্তরাষ্ট্র অথবা কানাডা থেকে) এবং +১ (২০২) ৫০১-৪৪৪৪ (পৃথিবীর অন্যান্য যে কোন দেশ থেকে )[ অ্যাম্বাসেডর মিলারের একটি বিশেষ বার্তা শোনার জন্য এই ভিডিওটি দেখুন: https://youtu.be/AHg3Xrh6DFA.]
COVID-19 সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (CDC) এর ওয়েবসাইট দেখুন : https://www.cdc.gov/coronavirus/2019-ncov/index.html
COVID-19 সংক্রান্ত তথ্য আমাদের দূতাবাস ওয়েবসাইটেও পাবেন https://bd.usembassy.gov/covid-19-information/.
COVID-19 মহামারীর কারণে আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড লাইব্রেরি এবং এডুকেশন ইউ এস এ এডভাইসিং সেন্টার জনসাধারণের জন্য ২রা মে পর্যন্ত বন্ধ থাকবে ।