আবেদনের শেষ তারিখ: ২৪ মে থেকে ৫ জুলাইয়ের মধ্যে
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ২০২১ সালের এডুকেশন-ইউএসএ অ্যাকাডেমি কানেক্টস শীর্ষক কলেজ প্রস্তুতি কার্যক্রম শুরুর ঘোষণা দিতে পেরে আনন্দিত। এটি ১৫ থেকে ১৭ বছর বয়সী বিদেশী শিক্ষার্থীদের (কিছু স্কুল ১৫-১৮ বছর বয়সীদের গ্রহণ করে) জন্য একটি স্বল্পমেয়াদী (তিন থেকে ছয় সপ্তাহ) শিক্ষা বিকাশ কার্যক্রম। সকল কার্যক্রম শুধু ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হবে।
এডুকেশন-ইউএসএ অ্যাকাডেমি কানেক্টস হলো বিদেশী শিক্ষার্থীদের জন্য পরিচালিত ক্যাম্পাসভিত্তিক কলেজ প্রস্তুতি কার্যক্রম- এডুকেশন-ইউএসএ অ্যাকাডেমি’র একটি ভার্চুয়াল কার্যক্রম মডেল। ভার্চুয়াল মাধ্যমে স্বল্পমেয়াদী এই অ্যাকাডেমিক বিকাশ কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় যোগাযোগের ক্ষেত্রে মধ্যম বা উচ্চ পারদর্শিতা থাকতে হবে।
কার্যক্রমে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য আগামী ২৪ মে থেকে জুলাইয়ের প্রথমভাগ ২০২১ পর্যন্ত পৃথক সময়সীমা রয়েছে। মনে রাখবেন, কিছু আয়োজক শিক্ষা-প্রতিষ্ঠান বৃত্তি প্রদান করে, তবে আর্থিক সহায়তার জন্য আবেদনকারীকে ভিন্ন সময়সীমা মেনে আবেদন করতে হবে। প্রতিটি স্কুলের আবেদন ও শেষ তারিখ সংক্রান্ত নিম্নোক্ত শর্তাবলী ভালোভাবে খেয়াল করতে ভুলবেন না।
এই কার্যক্রমের উদ্দেশ্য হলো ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে অধ্যয়নের ক্ষেত্রে ভালো অবস্থানে আছে এমন বিদেশী উচ্চ বিদ্যালয়ের উচ্চ যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের প্রস্তুত করা। এ কার্যক্রমের মাধ্যমে ইংরেজি ভাষা প্রশিক্ষণের পাশাপাশি স্নাতকপূর্ব শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাফল্য অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন ত্বরান্বিত হবে।
এডুকেশন-ইউএসএ অ্যাকাডেমি কার্যক্রম আয়োজনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজ নিজ কার্যক্রমের তারিখ, ব্যয়, আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা এবং ইংরেজি ভাষার দক্ষতা মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করে থাকে। শিক্ষার্থীদেরকে সরাসরি তাদের পছন্দের প্রতিষ্ঠানে আবেদন করতে হবে এবং সরাসরি কার্যক্রমের ফিস পরিশোধ করতে হবে। এ কার্যক্রমে প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত শিক্ষার্থীদের মাথাপিছু ব্যয় সর্বোচ্চ ৪৫০ ডলার যার মধ্যে রয়েছে ভার্চুয়াল মাধ্যমে পাঠদান ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যয়। শিক্ষার্থীদের অবশ্যই কম্পিউটার ও স্থিতিশীল ইন্টারনেট সংযোগ সুবিধা থাকতে হবে। শিক্ষার্থীদেরকে মোবাইল ফোনের মাধ্যমে কার্যক্রমে অংশগ্রহণে নিরুৎসাহিত করা হচ্ছে।
২০২১ সালের গ্রীষ্মকালে যুক্তরাষ্ট্রের নিম্নোক্ত ক্যাম্পাসগুলো ভার্চুয়াল মাধ্যমে এডুকেশন-ইউএসএ অ্যাকাডেমি কানেক্টস কার্যক্রমের অধিবেশন আয়োজন করবে:
এ কার্যক্রমটি নেতৃত্ব বিকাশ এবং শিক্ষাগ্রহণের গন্তব্যস্থল হিসেবে বোস্টনে আসতে আগ্রহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপযোগী। শিক্ষার্থীরা বোস্টন বিশ্ববিদ্যালয়ের মার্টিন লুথার কিং জুনিয়র রিডিং রুম ও জন এফ কেনেডি প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়াম থেকে সম্প্রচারিত ভার্চুয়াল উপস্থাপনা ও কর্মকাণ্ডে যোগ দেবে।
- আবেদনের শেষ তারিখ: ১৩ জুন ২০২১
- কার্যক্রমের সময়সীমা: ৫ জুলাই – ৬ আগস্ট ২০২১
- দেখুন: http://www.bu.edu/celop/academics/programs/educationusa-academy/
এ কার্যক্রমের আওতায় বে এরিয়া’র প্রযুক্তি সংস্কৃতি অন্বেষণ ও উদ্ভাবনা স্পৃহা জাগানোর মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা ও বিশ্লেষণী চিন্তার দক্ষতা উন্নয়নে জোর দেয়া হয়। অতিথি বক্তা (প্রযুক্তি বিশেষজ্ঞ) উচ্চ বিদ্যালয় দল ও কলেজ ক্লাবের সাথে সংলাপ অধিবেশনের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন যোগাযোগ স্থাপন করতে ও উপলব্ধি অর্জনে সক্ষম হবে। এ কার্যক্রমের আওতায় চারটি ক্যাম্পাসে ভার্চুয়াল পরিদর্শন করানো হবে, যেগুলোর মধ্যে রয়েছে ডায়াব্লো ভ্যালি কলেজ, ইউসি বার্কলি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি।
- আবেদনের শেষ তারিখ: আবেদনের শেষ তারিখ বিষয়ক তথ্যের জন্য যোগাযোগ করুন: iec@dvc.edu
- কার্যক্রমের সময়সীমা:
- বিকল্প ১: ৫ – ২৩ জুলাই ২০২১
- বিকল্প ২: ২৬ জুলাই – ১৩ আগস্ট ২০২১
- দেখুন: https://iec-dvc.edu/iec-dvc-english-classes/teen-english-california
এমব্রি রিডল এরোনটিক্যাল ইউনিভার্সিটি বিমান চালনা ও মহাকাশ বিষয়ে বিশ্বের এক নম্বর বিশ্ববিদ্যালয়। এ কার্যক্রমের মাধ্যমে বিদেশী শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিমান উড্ডয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জ্ঞানলাভের এক ভার্চুয়াল সুযোগ তৈরি হবে। শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক ইংরেজির দক্ষতা এবং বিমান উড্ডয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় যেমন সাধারণ উড্ডয়ন ও বেতার দূরালাপন বিষয়ক কর্মশালায় যোগ দেবে।
- আবেদনের শেষ তারিখ: আবেদনের শেষ তারিখ বিষয়ক তথ্যের জন্য যোগাযোগ করুন: erli@erau.edu
- কার্যক্রমের সময়সীমা: ৭ জুন – ১ জুলাই ২০২১
- দেখুন: http://daytonabeach.erau.edu/international-programs/language-institute/education-usa-academy
এ কার্যক্রমের শিক্ষার্থীরা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কে জানতে পারবে এবং বিদেশী কলেজ শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে সাক্ষাৎ ও আলাপ-আলোচনার সুযোগ পাবে। সেইন্ট ক্লাউড স্টেট ইউনিভার্সিটি একটি আদর্শ প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা আমেরিকান সংস্কৃতি ও আমেরিকান বিশ্ববিদ্যালয় ব্যবস্থা সম্পর্কে শিখতে পারবে। এই অনলাইন কার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা তাদের লেখার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পছন্দের কলেজ খুঁজে বের করা ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে আগাম চিন্তাভাবনা শুরু করতে পারবে।
- আবেদনের শেষ তারিখ: আবেদনের শেষ তারিখ বিষয়ক তথ্যের জন্য যোগাযোগ করুন: EdUSAcademy@stcloudstate.edu
- কার্যক্রমের সময়সীমা: ৬ জুলাই – ১২ আগস্ট ২০২১
- দেখুন: https://www.stcloudstate.edu/educationusa/
কার্যক্রমটি শিক্ষার্থীদেরকে তাদের নিজ নিজ আগ্রহের বিষয়গুলো খুঁজে দেখতে এবং যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা পর্যায়ে তাদের সম্ভাব্য সুযোগ এবং যুক্তরাষ্ট্রে ডিগ্রি কার্যক্রমের শিক্ষাগত, আর্থিক ও সামাজিক প্রেক্ষিত সম্পর্কে আরো জানার জন্য উৎসাহিত করবে। শিক্ষক, ডিন, প্রশাসক ও শিক্ষার্থীদের সাথে কথোপকথনের মাধ্যমে উঠে আসা বিভিন্ন প্রেক্ষাপট ও অভিজ্ঞতার সুফল হিসেবে এ কার্যক্রমের অংশগ্রহণকারীরা সহজে তাদের ভবিষ্যত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে।
- আবেদনের শেষ তারিখ: আবেদনের শেষ তারিখ বিষয়ক তথ্যের জন্য ক্রিস্টিনা কোয়ার্টারারো’র সাথে যোগাযোগ করুন: quartarc@stjohns.edu
- আর্থিক সহায়তা: যোগ্য শিক্ষার্থীদেরকে ৫০% পর্যন্ত বৃত্তির জন্য নির্বাচন করা হতে পারে। বৃত্তির আবেদন করতে হবে ১৪ মে’র মধ্যে। বৃত্তির আবেদনের জন্য দেখুন: https://apply.stjohns.edu/register/Connects_Scholarship_EdUSA.
- কার্যক্রমের সময়সীমা: ১ জুন – ৬ জুলাই ২০২১
- দেখুন: https://www.stjohns.edu/academics/global-programs/english-language-american-culture-programs/educationusa-academy
এ কার্যক্রমের আওতায় যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অবস্থান ও শেখার ব্যাপারে জোর দেয়া হয়। নিউ ইয়র্কের সমুদ্র সৈকত সংলগ্ন আইভি লিগ ইউনিভার্সিটি ও আশেপাশের স্থানগুলোতে এক দিন কাটানোর মাধ্যমে শিক্ষার্থীরা নিবিড়ভাবে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা নিতে পারবে।
- আবেদনের শেষ তারিখ: ২৪ মে এবং ৫ জুলাই। কার্যক্রমের তারিখ নিচে যথাক্রমে দেয়া হলো।
- আর্থিক সহায়তা: সফল শিক্ষার্থীদের জন্য ৫০% পর্যন্ত বৃত্তির ব্যবস্থা রয়েছে।
- বৃত্তির আবেদনের জন্য দেখুন: https://forms.office.com/Pages/ResponsePage.aspx?id=74FucSK1c0SOMRC9Asz25fiQFCwMz2NLs7UvL5lU-g5UREoxSjUyUDlTRTBSUk9NSzFNTTI2NzNXRSQlQCN0PWcu.
- জুন অধিবেশনের জন্য বৃত্তির আবেদনের সময়সীমা ১৩ মে।
- জুলাই অধিবেশনের জন্য বৃত্তির আবেদনের সময়সীমা ১০ জুন।
- কার্যক্রমের সময়সীমা:
- অধিবেশন ১: ১ জুন – ২৫ জুন ২০২১
- অধিবেশন ২: ১৩ জুলাই – ৬ আগস্ট ২০২১
- দেখুন: https://ielp.temple.edu/programs/short-term-programs/educationusa-academy-temple-university
অংশগ্রহণকারীরা প্রকৌশল, আন্তর্জাতিক ব্যবসায় ও মনোবিজ্ঞান বিষয়ে স্বীকৃত শিক্ষা-প্রতিষ্ঠান ও পেশাজীবী বিশেষজ্ঞদের সাথে কাজের সুযোগ পাবে। তাছাড়া, অংশগ্রহণকারীরা ক্লাসের সহসাথী দলের সাথে কাজের মাধ্যমে যোগাযোগ স্থাপন, বিশ্লেষণী চিন্তা ও সমঝোতার দক্ষতা অর্জনে সক্ষম হবে। শিক্ষার্থীরা, নিরাপদ, বিশ্বসেরা ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুন্দর ক্যাম্পাসগুলোর অন্যতম এবং পাঁচজন নোবেল পুরস্কার বিজয়ীর আবাস এই বিশ্ববিদ্যালয় কাম্পাস জীবনের অভিজ্ঞতা নিতে পারবে।
- আবেদনের শেষ তারিখ: ১ জুন ২০২১
- কার্যক্রমের সময়সীমা: ২২ জুন – ২৯ জুলাই ২০২১
- দেখুন: http://edusaacademy.colorado.edu/
আয়োজক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা, কার্যক্রমের বিস্তারিত তথ্যাদি, প্রযোজ্য ফিস, আবেদনের প্রক্রিয়া ও শেষ তারিখসহ এডুকেশন-ইউএসএ অ্যাকাডেমি’র শিক্ষা কার্যক্রম সম্পর্কে সবচেয়ে হালনাগাদ তথ্য পেতে আগ্রহী শিক্ষার্থীরা http://www.edusaacademy.org দেখুন। এডুকেশন-ইউএসএ অ্যাকাডেমি’র ২০২১ সালের শিক্ষা কার্যক্রম/সুযোগ সম্পর্কিত সাধারণ তথ্যের জন্য ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এডুকেশন-ইউএসএ বাংলাদেশ অফিসের সাথে যোগাযোগ করুন: EducationUSA-Bangla@state.gov।