যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ রাশাদ হুসেইন, গত ১৭-২০ এপ্রিল, বাংলাদেশের কক্সবাজার ও ঢাকা সফর করেছেন

অবিলম্বে বিতরণের জন্য
মিডিয়া নোট
এপ্রিল ২২, ২০২২

অ্যাম্বাসেডর হুসেইনের বাংলাদেশ সফরের সংক্ষিপ্ত বিবরণ

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ রাশাদ হুসেইন, গত ১৭-২০ এপ্রিল, বাংলাদেশের কক্সবাজার ও ঢাকা সফর করেছেন।

কক্সবাজার সফরকালে, অ্যাম্বাসেডর হুসেইন বার্মায় নৃশংস সহিংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসার পর রোহিঙ্গারা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং যুক্তরাষ্ট্র কীভাবে তাদের সমর্থন করতে পারে সে সম্পর্কে সরাসরি জানতে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। বার্মার সেনাবাহিনীর সদস্যরা রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা করেছে বলে সেক্রেটারি ব্লিঙ্কেন গত মার্চে যে ঘোষণা দিয়েছেন, তারপরই কক্সবাজারে অ্যাম্বাসেডরের এই সফর এবং এটি রোহিঙ্গাদের প্রতি যুক্তরাষ্ট্রের অটল সমর্থন তুলে ধরেছে।

ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীসহ বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন অ্যাম্বাসেডর হুসেইন। অ্যাম্বাসেডর তাঁর বৈঠকগুলোতে, ধর্মীয় স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদানে বাংলাদেশের উদারতার জন্য কৃতজ্ঞতা জানান। শিক্ষায় বৃহত্তর প্রবেশাধিকার ও জীবনমান উন্নত করার লক্ষ্যে অতিরিক্ত সম্পদ যোগান দেওয়া সহ মানবাধিকারের সুরক্ষা ও উন্নয়নের মাধ্যমে রোহিঙ্গাদের নিজেদের জন্য উন্নত ভবিষ্যত গঠনে সাহায্য করতে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের উৎসাহিত করেন তিনি।

অ্যাম্বাসেডর হুসেইন বাংলাদেশের নাগরিক সমাজ এবং তরুণদের সঙ্গেও সাক্ষাত করেন, এবং বিভিন্ন ধর্ম-বিশ্বাসী গোষ্ঠীর সদস্যদের মধ্যে ধর্মীয় সহাবস্থান — এবং সেইসঙ্গে যারা বিশ্বাস করবেন না বলে বেছে নিয়েছেন তাদের অধিকারের সুরক্ষাকে — উৎসাহিত করেন। গত অক্টোবরে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে ধর্মীয় উদ্দেশ্য-প্রণোদিত সহিংসতার ঘটনায় সরকারের ত্বরিৎ নিন্দা জ্ঞাপনের প্রশংসা করেন তিনি। যাঁরা মানবাধিকারের উন্নয়ন, আন্তঃধর্মীয় সংলাপ ও সহিষ্ণুতাকে উৎসাহ দিতে কাজ করছেন এবং যাঁরা বিভাজন সৃষ্টিকারী ও সহিংসতার উস্কানিদাতাদের প্রচেষ্টার বিরুদ্ধে লড়ছেন, তাদের সমর্থন ও সুরক্ষার গুরুত্ব নিয়েও কথা বলেন অ্যাম্বাসেডর।