ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ইউএস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ জারিকৃত এই বিবৃতি প্রেরণ করছে
ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট
মুখপাত্রের দফতর
অবিলম্বের প্রচারের জন্য
মিডিয়া নোট
৩০ সেপ্টেম্বর ২০২০
৩০ সেপ্টেম্বর ২০২০, ঢাকা, বাংলাদেশ- রাষ্ট্রদূত আর্ল আর. মিলার এবং বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোঃ মহিবুল হক, যুক্তরাষ্ট্র সরকার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে বিমান চলাচল চুক্তি স্বাক্ষর করেছেন। এটি এই দু’দেশের সমঝোতায় স্বাক্ষরিত প্রথম দ্বিপাক্ষিক বিমান পরিবহন চুক্তি। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের ওপেন স্কাই শীর্ষক আন্তর্জাতিক বিমান চলাচল নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সাথে আধুনিক বিমান চলাচল সম্পর্ক প্রতিষ্ঠিত হলো। যাত্রী ও পণ্য পরিবহনের পরিমাণ ও চলাচল সংখ্যা উন্মুক্ত করা, আকাশসীমা ব্যবহারের সুযোগ উন্মুক্ত করা, বিমান ভাড়া করার পদ্ধতি সহজ করা এবং বিমানের কোড যৌথভাবে ব্যবহারের সুযোগ উন্মুক্ত করার বিষয়গুলো এ চুক্তিতে অন্তর্ভুক্ত। স্বাক্ষরের পরই এ চুক্তি কার্যকর ।
যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজির সমর্থনে বাংলাদেশের সাথে এই চুক্তির ফলে আমাদের শক্তিশালী অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারিত্ব আরও সম্প্রসারিত হবে, দুদেশের মানুষের সম্পর্ক উন্নয়ন এবং বিমান সংস্থা, ভ্রমণ কোম্পানি ও ক্রেতাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। বিমান সংস্থাগুলো ভ্রমণকারী ও পণ্যপরিবহনকারীদেরকে আরো সাশ্রয়ী সুবিধাজনক ও কার্যকর বিমান পরিবহন সেবা দিতে পারবে- যার ফলে পর্যটন ও ব্যবসা-বাণিজ্য উৎসাহিত হবে। এ চুক্তির আওতায় দু’দেশের সরকার বিমান চলাচলে উচ্চ মানের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। এই চুক্তির ফলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বেসামরিক বিমান চলাচল সহজিকরণ আরও একধাপ এগিয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নীতিমালা এবং আমাদের ওপেন স্কাই বিমান পরিবহন চুক্তি সম্পর্কে তথ্য পাওয়া যাবে ডিপার্টমেন্ট অফ স্টেট এর ওয়েবসাইটে – https://www.state.gov/civil-air-transport-agreements/