ইস্ট-ওয়েস্ট সেন্টার ২০২০ সালের ‘সিনিয়র জার্নালিস্টস সেমিনার’ এর জন্য আবেদন গ্রহণ করছে

আপনি কি একজন জ্যেষ্ঠ মিডিয়া কর্মী? গণতান্ত্রিক দেশগুলোতে রাজনীতি ও ধর্মের সম্পর্ক এবং জনপরিসরে ধর্মের ভূমিকা বিশ্লেষণে আগ্রহী?

অন্তত দশ বছরের অভিজ্ঞতা আছে এমন বাংলাদেশি সাংবাদিকদের বিশ্বের বিভিন্ন অঞ্চলের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে তিন সপ্তাহের একটি প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। এ কর্মসূচিতে নির্বাচিতদের যেসব স্থানে যেতে হবে তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নর্থ ক্যারোলাইনার শার্লট এবং শ্রীলঙ্কা ও মালয়েশিয়া।

আবেদনের শেষ তারিখ: বৃহস্পতিবার ১৯ মার্চ, ২০২০

 

ঢাকা , ৫ মার্চ, ২০২০– ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস জ্যেষ্ঠ মিডিয়া পেশাজীবীদের ইস্ট-ওয়েস্ট সেন্টার আয়োজিত ২০২০ সালের ‘সিনিয়র জার্নালিস্টস সেমিনার’ এ আবেদন করার জন্য আহবান জানাচ্ছে। এ সেমিনারে বিশ্বের বিভিন্ন স্থানের ১০-১২ জন জ্যেষ্ঠ সাংবাদিক তিন সপ্তাহের এক নিবিড় সংলাপ, অধ্যয়ন ও ভ্রমণের কর্মসূচিতে অংশ নেবেন। এ কর্মসূচিতে তাদের যেসব স্থানে যেতে হবে তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নর্থ ক্যারোলাইনার শার্লট, শ্রীলঙ্কার কলম্বো ও মালয়েশিয়ার কুয়ালালামপুর।  নর্থ ক্যারোলাইনাতে সফরের সময় সেখানে রিপাবলিকান দলের ২০২০ সালের ন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে করে সফরকারী সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ এবং সব ধরনের রাজনৈতিক মত ও পথের ভোটারদের সঙ্গে সাক্ষাত করার অনন্য সুযোগ পাবেন।

সেমিনার শুরু হবে ওয়াশিংটন ডিসিতে যাতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার একটি সারসংক্ষেপ তুলে ধরা হবে। এর মধ্যে থাকবে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী যার মূল বিষয়বস্তু হচ্ছে ধর্মীয়, বাক, সংবাদপত্র এবং সমাবেশের স্বাধীনতা। এতে আরও থাকবে যুক্তরাষ্ট্রীয় আদর্শ, ক্ষমতার স¡তন্ত্রীকরণ এবং পররাষ্ট্র নীতি নির্ধারণে কংগ্রেসের প্রভাবের মতো বিষয়গুলো।  এ শিক্ষামূলক সফরের ওয়াশিংটন, ডিসি অংশে অংশগ্রহণকারী সাংবাদিকদের নিজ নিজ দেশে ধর্মের ভূমিকা নিয়ে তাদের সংক্ষিপ্ত উপস্থাপনা পরিবেশন করতে হবে।

যুক্তরাষ্ট্র অংশের সফরের সময় সাংবাদিকরা বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং অঞ্চলগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখবেন।  শ্রীলঙ্কার কলম্বো এবং মালয়েশিয়ার কুয়ালালামপুর সফর গণতান্ত্রিক দেশগুলোতে জনপরিসরে ধর্মের ভূমিকার পরিপ্রেক্ষিত তুলে ধরে তুলনা করবে। এছাড়া এটি বহু-ধর্মীয় সমাজগুলোর বৈচিত্র সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সূক্ষ্মতর অন্তর্দৃষ্টি যোগাবে এবং অংশগ্রহণকারী সাংবাদিকদের পেশাদার নেটওয়ার্ক তৈরিতে সহায়তা করবে।

প্রোগ্রামটিতে অংশগ্রহণকারী সাংবাদিকরা ধর্মীয় উপাদান সম্বলিত খবরাখবর বাছাই, তৈরি ও প্রচার এবং জনসাধারণের উপলব্ধি গঠনে মিডিয়ার ভূমিকা অনুসন্ধান করবেন।

 

এ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন করতে এখানে যান: www.eastwestcenter.org/senior-journalists

আবেদনের শেষ সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ,২০২০।

যারা আবেদন করতে পারবেন:

মুদ্রিত, সম্প্রচার, অনলাইন ও মাল্টি-মিডিয়া সংবাদ প্রতিষ্ঠানে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মিডিয়া পেশাজীবী। তাদের মধ্যে রয়েছেন সম্পাদক, প্রতিবেদক, কলাম লেখক, সম্পাদকীয় লেখক, প্রযোজক, ব্লগার, ভিডিওগ্রাফার এবং ফটো সাংবাদিক। আবেদনের যোগ্য হতে সাংবাদিকদের পররাষ্ট্র ও কূটনৈতিক সম্পর্ক, নিরাপত্তা, সামরিক বিষয়, অভ্যন্তরীণ রাজনীতি ও সরকার, ধর্ম, মানবাধিকার, সংস্কৃতি এবং চারুকলাসহ প্রাসঙ্গিক বিষয়গুলোতে ওয়াকেবহাল থাকতে হবে। ইংরেজিতে সাবলীলতাও প্রয়োজন। প্রোগ্রামে অংশগ্রহণের যোগ্যতা সম্পর্কে আরও তথ্যের জন্য এখানে যান: https://www.eastwestcenter.org/professional-development/seminars-journalism-programs/senior-journalists-seminar.

========================