নতুন ঠিকানায় এডওয়ার্ড এম কেনেডি (EMK) সেন্টারের উদ্বোধন

আজ, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস গুলশানে নতুন ঠিকানায় এডওয়ার্ড এম কেনেডি (EMK) সেন্টারের উদ্বোধন করেছেন। EMK সেন্টারের লক্ষ্য জ্ঞান বিনিময়, দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক গড়ে তোলা, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক জোরদার করা। এটি যুক্তরাষ্ট্র দূতাবাস এবং জাগো ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টা। যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর শার্লিনা হুসাইন-মর্গান বলেন, “বাংলাদেশি যেই তরুণরা এই দরজা দিয়ে ... আরও পড়ুন»
আরও দেখাও ∨