যেসব পরিবার সাম্প্রতিক ধর্মীয় সহিংসতার শিকার হয়েছেন তাদেরপ্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। ধর্ম পালনেরস্বাধীনতা পবিত্র। আমাদের সবাইকেলক্ষ্য-নির্দিষ্ট সহিংসতা এবং পরিকল্পিত ঘৃণার বিরুদ্ধে অবিচলথাকতে হবে এবং সহিংসতার কোনও ভয় ছাড়াই প্রত্যেকে যেননিজ নিজ বিশ্বাসের ধর্মীয় আচারবা উৎসবেঅংশ নিতেপারেন- তা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। বৈচিত্র্য, ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধা রক্ষার আহ্বান জানানোসকল বিশ্বাসের বাংলাদেশীদের পাশে আছে যুক্তরাষ্ট্র।