জানুয়ারি ৩১, ২০২১ – বার্মার সামরিক বাহিনী কর্তৃক সেখানকার গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু কি ও অন্যান্য বেসামরিক কর্মকর্তার গ্রেফতারের খবরে যুক্তরাষ্ট্র আশঙ্কা প্রকাশ করছে। প্রেসিডেন্ট বাইডেনকে এ বিষয়ে অবহিত করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভ্যান। আমরা বার্মার গণতান্ত্রিক প্রাতিষ্ঠানের প্রতি আমাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখবো এবং আমাদের আঞ্চলিক সহযোগীদের সাথে সমন্বয়ের ভিত্তিতে আমরা বার্মার সামরিক বাহিনী ও অন্যান্য সকল পক্ষকে গণতান্ত্রিক রীতি ও আইনের শাসন মেনে আজকে গ্রেফতারকৃতদের মুক্তি দেয়ার তাগিদ দিচ্ছি। যুক্তরাষ্ট্র মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল পাল্টানো বা গণতান্ত্রিক উত্তরণে বাধা দেওয়ার যেকোন প্রচেষ্টার বিরোধিতা করবে এবং এসব পদক্ষেপ প্রত্যাহার করা না হলে দায়বদ্ধদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং বার্মার জনগণের সাথে আছি যারা গণতন্ত্র ও শান্তির জন্য ইতোমধ্যেই বহু কষ্ট সহ্য করেছেন।
