ঈদুল আজহা উপলক্ষ্যে প্রেসিডেন্ট জো বাইডেনের বিবৃতি

জুলাই ১৯, ২০২১ – বিশ্বজুড়ে যারা ঈদুল আজহা উদযাপন করছেন, জিল ও আমি তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈশ্বরের প্রতি ইব্রাহিম ও তাঁর সন্তানের ভক্তিকে স্মরণ করে ভাগ্যহতদের সহায়তা করার যে রীতি ঈদের ঐতিহ্য ও হজ্জের আনুষ্ঠানিকতায় রয়েছে, তা এই বছর আরও বিশেষ অর্থ বহন করে যখন আমরা বিশ্বব্যাপী কোভিড-১৯ এর চ্যালেঞ্জগুলো সামাল দিয়ে যাচ্ছি, এবং এই মহামারিতে সাড়া দেয়ার পাশাপাশি এখান থেকে পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশে অর্ধ বিলিয়নের বেশি ভ্যাকসিন প্রদানের মাধ্যমে বিশ্বব্যাপী কোভিড-১৯ সমাপ্তির লড়াইয়ে নেতৃত্ব দিতে সাহায্য করতে পেরে আমেরিকার জনগণ গর্বিত। জীবন বাঁচাতে এবং সবখানে এই মহামারির অবসান ঘটাতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সর্বস্তরের এবং বিশ্বের প্রতিটি কোণ থেকে মানুষকে একত্রিত করে এই হজ্জ, যা সাম্যের প্রতি ইসলামের অঙ্গীকার এবং বিশ্বে ইব্রাহিমের বিশ্বাসের অনুসারীদের মধ্যে শেকড়ের মিলের কথা মনে করিয়ে দেয়। মহামারির চেয়েও শক্তিশালী হয়ে উঠতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ যুক্তরাষ্ট্র, এবং ঈশ্বর চাইলে, পরের বছর যারা হজ্জযাত্রায় যেতে আগ্রহী তাদের মধ্যে কয়েক হাজার মুসলিম আমেরিকান রয়েছেন।
যারা নিরাপদ ও দারুণ ছুটি উদযাপন করছেন তাদের সবাইকে আমেরিকান জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা। ঈদ মুবারাক।