জুলাই ১৯, ২০২১ – বিশ্বজুড়ে যারা ঈদুল আজহা উদযাপন করছেন, জিল ও আমি তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈশ্বরের প্রতি ইব্রাহিম ও তাঁর সন্তানের ভক্তিকে স্মরণ করে ভাগ্যহতদের সহায়তা করার যে রীতি ঈদের ঐতিহ্য ও হজ্জের আনুষ্ঠানিকতায় রয়েছে, তা এই বছর আরও বিশেষ অর্থ বহন করে যখন আমরা বিশ্বব্যাপী কোভিড-১৯ এর চ্যালেঞ্জগুলো সামাল দিয়ে যাচ্ছি, এবং এই মহামারিতে সাড়া দেয়ার পাশাপাশি এখান থেকে পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশে অর্ধ বিলিয়নের বেশি ভ্যাকসিন প্রদানের মাধ্যমে বিশ্বব্যাপী কোভিড-১৯ সমাপ্তির লড়াইয়ে নেতৃত্ব দিতে সাহায্য করতে পেরে আমেরিকার জনগণ গর্বিত। জীবন বাঁচাতে এবং সবখানে এই মহামারির অবসান ঘটাতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
