আমেরিকান সৈনিক দিবস উপলক্ষে আগামী ১১ই নভেম্বর, ২০২০যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসসমূহ বন্ধ থাকবে

আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে।

১২ই  নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে

ঢাকা, নভেম্বর ১০, ২০২০— আমেরিকান সৈনিক দিবস উপলক্ষে আগামী বুধবার,  ১১ই  নভেম্বর,২০২০,   কনস্যুলার সেকশন সহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে।  তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা অব্যাহত থাকবে ।  এজন্য তারা জরুরি এপয়েন্টমেন্ট এর জন্য (০২)৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।

১২ই  নভেম্বর এবং তার পরবর্তী সময়ে সাধারণ কার্যদিবস অনুযায়ী আমেরিকান নাগরিকদের জন্য এপয়েন্টমেন্ট এবং  জরুরি সেবা প্রদান করা হবে।

সর্বশেষ হালনাগাদ তথ্য পেতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের “স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম” Smart Traveler Enrollment Program (STEP  https://step.state.gov/step/) ওয়েবসাইটে এ নিবন্ধন করার অনুরোধ জানানো হচ্ছে জরুরি অবস্থায় বাংলাদেশে থাকা আমেরিকান নাগরিকরা দূতাবাসে ফোন করতে পারবেন এই নম্বরে (৮৮) (০২) ৫৫৬৬-২০০০

COVID-19 সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (CDC) এর ওয়েবসাইট দেখুন : https://www.cdc.gov/coronavirus/2019-ncov/index.html.

COVID-19 সংক্রান্ত তথ্য আমাদের দূতাবাস ওয়েবসাইটেও পাবেন: https://bd.usembassy.gov/covid-19-information/.

COVID-19 মহামারীর কারণে আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড লাইব্রেরি এবং এডুকেশন ইউ এস এ এডভাইসিং সেন্টার জনসাধারণের জন্য এখন বন্ধ। ইন্টারনেট এ ভার্চুয়াল প্রোগ্রাম এর মাধ্যমে আমরা আমাদের সেবা ও তথ্যসমূহ প্রদান করে যাচ্ছি এবং আশা করছি  শীঘ্রই জনসাধারণের জন্য আবার  আমাদের সেবা আগের মতো দিতে পারবো।

আমাদের ইংরেজী (https://bd.usembassy.gov/) ও বাংলা (https://bd.usembassy.gov/bn/) ওয়েবসাইট এবং ফেইসবুক (https://www.facebook.com/bangladesh.usembassy) ও টুইটার (https://twitter.com/usembassydhaka) এর মাধ্যমে যুক্ত থেকে আমাদের সাথেই থাকুন।