যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট–এর অর্থায়নে বিনামূল্যে অনলাইন কোর্স।
২০শে এপ্রিল, ২০২১ তারিখের মধ্যে নিবন্ধন করে ৩০শে এপ্রিল, ২০২১ -এর মধ্যে কোর্সের পাঠ সম্পন্ন করুন।
ঢাকা, ২৪ জানুয়ারি ২০২১ (আপডেট) – বৈশ্বিক ব্যবসায় উদ্যোগ সপ্তাহ (GEW) ২০২০ কার্যক্রমের অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট মাতৃভাষা ইংরেজি নয় এমন মানুষদের মধ্যে ইংরেজিতে যোগাযোগের দক্ষতা এবং একইসাথে ব্যবসায় ও ব্যবসায় উদ্যোগ গ্রহণ বিষয়ে জ্ঞান বাড়াতে আগ্রহীদের জন্য বিনামূল্যে একটি উন্মুক্ত অনলাইন কোর্সে (MOOC) পৃষ্ঠপোষকতা দিচ্ছে। বিশ্বাসযোগ্য কোন ব্যবসায় ধারণা প্রণয়নের সুযোগ সনাক্ত করা থেকে শুরু করে নতুন ব্যবসা হাতে নেয়ার মূল উপাদানগুলোর বিষয়ে কোর্সটি আপনাকে ধাপে ধাপে নির্দেশনা দেবে। বিভিন্ন দৃষ্টান্ত বা কেস স্টাডি, নির্বাচিত পাঠ এবং ভিডিও বক্তৃতা মাধ্যমে আপনি শিখতে পারবেন, ঝুঁকি ও সুযোগ সনাক্ত করতে কীভাবে বাজার গবেষণাকে ব্যবহার করতে হয়। আপনি আরো শিখতে পারবেন, কীভাবে একটা ব্যবসায় পরিকল্পনা বুঝতে ও তৈরি করতে হয় এবং কীভাবে বিনিয়োগকারী ও অর্থনৈতিক সহায়তা খুঁজে বের করা যায়। পরিশেষে, আপনি আপনার ব্যবসায় ধারণা তৈরির কৌশল পরীক্ষা ও উপস্থাপন করতে সক্ষম হবেন। এই কোর্সটি স্বয়ংক্রিয় অর্থাৎ কোন প্রশিক্ষকের সহায়তা ছাড়াই অংশগ্রহণকারীরা স্বাধীনভাবে এটি অধ্যয়ন করতে পারবেন। কোর্সটির পাঠদান করছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট’র অনলাইন প্রফেশনাল ইংলিশ নেটওয়ার্ক শীর্ষক উদ্যোগ এবং কোর্সটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক মানবিক উন্নয়ন সংস্থা এফ এইচআই ৩৬০।
এখন নিবন্ধন চলছে। অংশগ্রহণেচ্ছুরা আগামী ২০শে এপ্রিল, ২০২১ পর্যন্ত ছয় মডিউলের এই কোর্সে নিবন্ধন করতে পারেন। নিবন্ধনের পর এই কোর্স করতে অংশগ্রহণকারীরা দিন-রাত যেকোন সময় লগ-ইন করতে পারবেন। কোর্সের ছয়টি মডিউলের সবগুলো অবশ্যই আগামী ৩০শে এপ্রিল, ২০২১ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। ৭০% বা তার বেশি স্কোর নিয়ে আবশ্যকীয় কার্যক্রম সম্পন্নকারীরা একটি ডিজিটাল ব্যাজ ও সনদপত্র পাবেন। “ইংলিশ ফর বিজনেস এন্ট্রারপ্রেনারশিপ সিলেবাস” শীর্ষক MOOC কোর্সটি মাতৃভাষা ইংরেজি নয় এমন ও উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের মধ্যে ইংরেজি ভাষার দক্ষতা এবং ব্যবসা ও ব্যবসায় উদ্যোগ গ্রহণ বিষয়ে জ্ঞান বাড়াতে আগ্রহীদের জন্য প্রণয়ন করা হয়েছে।
এই কোর্স শেষে অংশগ্রহণকারীরা তাঁদের ইংরেজি পাঠ ও শ্রুতির দক্ষতা বাড়ানোর কৌশল চিহ্নিত করে এর প্রয়োগ ঘটাতে এবং ব্যবসায় ও ব্যবসায় উদ্যোগ গ্রহণ বিষয়ক মূল শব্দসম্ভার ব্যবহারপূর্বক অনুশীলনে সক্ষম হবেন। তাঁরা দেশীয় অর্থনীতিতে ব্যবসায় উদ্যোগ গ্রহণের ভূমিকা বিশ্লেষণ, ব্যবসায়ের বিভিন্ন মডেল সনাক্ত করা ও সেগুলোর তুলনা এবং বিভিন্ন প্রেক্ষাপটে কার্যকর বাজার গবেষণা ও কার্যকর ব্যবসায় পরিকল্পনার মূল উপাদানগুলোর মূল্যায়নে সক্ষম হবেন। বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং ব্যবসায় শুরু করতে তহবিল সংগ্রহের কৌশল চিহ্নিতকরণ ও প্রণয়নের অনুশীলনেও সক্ষম হবেন তাঁরা।
ব্যবসায় ও ব্যবসায় উদ্যোগ গ্রহণ বিষয়ে আরো শেখার জন্য প্রস্তুত হোন এবং বিশ্বের নানা প্রান্তের শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়ে আন্তর্জাতিক শিক্ষার্থী সম্প্রদায়ের অংশ হোন।
কোর্সে নিবন্ধনের জন্য নিচের ওয়েবসাইট দেখুন: https://www.canvas.net/browse/fhi/courses/english-business-entrepreneurship
অনলাইন প্রফেশনাল ইংলিশ নেটওয়ার্ক (OPEN) বিশ্বব্যাপী শিক্ষকদের মধ্যে ইংরেজি ভাষার দক্ষতা অর্জন ত্বরান্বিত করা এবং আমেরিকা ও অন্যান্য দেশের নাগরিকদের মধ্যে সাংস্কৃতিক বোঝাপড়া জোরদার করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট’র একটি উদ্যোগ।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট’র আমেরিকান ইংলিশ (AE) ই-টিচার প্রোগ্রামের মাধ্যমে প্রদত্ত অন্যান্য MOOC কোর্স বিষয়ে আরো তথ্যের জন্য দেখুন: https://www.aeeteacher.org/node/273.
###