শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের সঙ্গে সংহতি জানালেন পুলিশ কর্মকর্তারা

শেয়ার আমেরিকা
মাইকেল ল্যাফ – জুন ১১২০২০
৩০ মে  মিশিগানের ফ্লিন্ট টাউনশিপে শান্তিপূর্ণ মিছিলকারীদের সঙ্গে জেনেসি কাউন্টির শেরিফ ক্রিস সোয়ানসন।(স্বত্ত্ব: জেক মে/দ্য ফ্লিন্ট জার্নাল/এপি ইমেজেস)

গুরুতর সামাজিক সমস্যা মোকাবেলার উপায় নিয়ে অনেক সময় আমেরিকানদের মধ্যে মতান্তর হয়। তবে বাক ও মত প্রকাশ  আর শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের ব্যাপারে তারা সবাই শ্রদ্ধাশীল।

আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষের হেফাজতে থাকা অবস্থায় জর্জ ফ্লয়েডের মৃত্যূর পর যেসব শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে তাতে কিছু কিছু পুলিশ কর্মকর্তা যোগ দিয়েছেন।

আমরা এখানে এসেছি শুধু এটাই নিশ্চিত করতে যেআপনারা যেন কথা বলার সুযোগ পান,’ মিশিগানের বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন জেনেসি কাউন্টির শেরিফ ক্রিস সোয়ানসন।তাদের ৩০ মের এই মুখোমুখি হওয়ার কথা প্রকাশিত হয়েছে ফক্স নিউজের ওয়েবসাইটে।

পুলিশ কর্মকর্তা সোয়ানসন আরও বলেনমিনিয়াপোলিস শহরের চার পুলিশ কর্মী ফ্লয়েডের সঙ্গে যে আচরণ করেছেন তা যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগ কার্যক্রমকে নিখুঁতভাবে প্রতিফলিত করে না। ‘আমরা মানুষকে সাহায্য করতেই পথে থাকিওই রকম অর্থহীন কাজ করতে নয়।’ 

২৫ মে ঘটা ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় মিনেসোটার স্টেট প্রসিকিউটররা মিনিয়াপোলিস শহরের এক পুলিশ কর্মীকে দ্বিতীয় মাত্রার খুনের দায়ে অভিযুক্ত করেছেন। স্টেটপক্ষ আরও তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওই দুষ্কর্মে সহায়তার অভিযোগ দায়ের করেছে। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টও একটি নাগরিক অধিকবার বিষয়ক তদন্ত শুরু করেছে বলে তাদের ৪ জুনের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিক্ষোভকারীরা সোয়ানসনকে তাদের সঙ্গে যোগ দিতে ডাকলে তিনি বিক্ষোভে অংশ নেন।

এ ধরনের সহমর্মিতার প্রকাশ যুক্তরাষ্ট্রের অন্য কিছু শহরেও দেখা গেছে। সেসব স্থানে পুলিশ সদস্যরা শান্তিপূর্ণ মিছিলে যোগ দিয়েছেন।সব মানুষের সমতা প্রতিষ্ঠার আহ্বান জানানো প্ল্যাকার্ড বহন করেছেন তারা।

নিউ ইয়র্ক সিটির পুলিশ প্রধান টেরেন্স মনাহান ১ জুন সাংবাদিকদের বলেনফ্লয়েডের হত্যাকাণ্ড একটা অন্যায়। তিনি প্রতিবাদকারীদের তাদের  ক্ষোভের কথা শান্তিপূর্ণভাবে প্রকাশ করার পরামর্শ দেন। তারপর তিনি নগরের ওয়াশিংটন স্কোয়ার পার্কে বিক্ষোভকারীদের পাশে হাঁটু গেড়ে বসেন।

সাংবাদিকদের মনাহান বলেন, ‘আমার মনে হয়েছিল এটাই যথাযথ কাজ। সংহতি প্রকাশ করার জন্য আমরা পরস্পরকে আলিঙ্গনও করেছি।’

নিউ জার্সির ক্যামডেনে বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়ে মিছিল করেছেন স্থানীয় পুলিশ প্রধান জোসেফ ওয়াইসোকি। বিক্ষোভের সামনের সারিতে ছিলেন তিনি। হাতে ধরা ছিল, ‘সংহতি জানাতে দাঁড়িয়েছি’ কথাটি লেখা ব্যানার।

টেক্সাসের অস্টিনে পুলিশ কর্মকর্তারা ইউনিভারসিটি অব টেক্সাসের ফুটবল খেলোয়াড়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে স্টেট ক্যাপিটল ভবন পর্যন্ত মিছিল করে যান। আর বাল্টিমোরে পুলিশ কর্মকর্তারা সিটি হলের সামনে বিক্ষোভকারীদের পাশাপাশি হাঁটু গেড়ে বসে দুঃখ প্রকাশ করেন।

শেরিফ ক্রিস সোয়ানসন বলেছেনতিনি বিক্ষোভকারীদের সঙ্গে আরও সাক্ষাতের কথা ভাবছেন। শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্য দিয়ে সম্প্রতি গড়ে ওঠা সংহতি যেন জনপদগুলোর পরিস্থিতির স্থায়ী উন্নতি ঘটায় সেটা নিশ্চিত করাই তার লক্ষ্য। ‘ডেট্রয়েট ফ্রি প্রেস’কে তিনি বলেন, ‘শুধু কথার ফুলঝুরি ছোটানো পদধারী হয়ে থাকবো না আমরা। কাজের পদধারী হবো আমরা।’