Flag

An official website of the United States government

প্রয়োজনীয় যোগ্যতা
দ্বারা
2 পড়ার সময়

যুক্তরাষ্ট্রে আপনি যতদিন অবস্থান করতে চান তার চেয়ে ছয় মাস বেশি মেয়াদ রয়েছে এমন পাসপোর্ট থাকা। শিশুদের অবশ্যই পৃথকভাবে ইস্যু করা ভিসা থাকতে হবে, এমনকী যদি তা মা-বাবার পাসপোর্টেও সংযুক্ত হয়। ভ্রমণ ভিসা আবেদনকারীদের অবশ্যই এটি দেখাতে হবে যে, তাঁরা যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা অনুসারে তা পাওয়ার যোগ্য। আবেদনকারীদের অবশ্যই প্রদর্শন করতে হবে যে, যুক্তরাষ্ট্রের আইন অনুসারে তাদের দর্শনার্থী শ্রেণিতে ধরা যেতে পারে।

সংশ্লিষ্ট আইনের আওতায় প্রতিটি ভ্রমণ ভিসা আবেদনকারীকে অভিবাসী হতে ইচ্ছুক ধরা হয়। কাজেই ভ্রমণ ভিসার আবেদনকারীকে অবশ্যই নিজেকে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন তাঁকে নিয়ে এমন অনুমান না করা হয়। তাকে দেখাতে হবে:

 • তার যুক্তরাষ্ট্র ভ্রমণের উদ্দেশ্য ব্যবসা/দাপ্তরিক কাজকর্ম, বিনোদন অথবা চিকিৎসা;
 • তিনি নির্দিষ্ট, সীমিত সময়ের জন্য যুক্তরাষ্ট্রে থাকার পরিকল্পনা করছেন;
 • যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজের খরচ বহনের যথেষ্ট তহবিল থাকার পক্ষে প্রমাণ;
 • বিদেশে জোরালো সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক থাকার পক্ষে প্রমাণ; এবং
 • যুক্তরাষ্ট্রের বাইরে তাঁদের বাড়িঘরসহ আরও সম্পর্কের বিষয় রয়েছে, যা ভ্রমণ শেষে তাঁদের নিজ দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করবে।

সাক্ষাৎকারে আপনার সঙ্গে রাখুন:

 • বৈধ পাসপোর্ট ও আগে কোনো পাসপোর্ট করা থাকলে তা
 • বারকোডসহ ডিএস-১৬০ নিশ্চিতকরণ পৃষ্ঠা
 • সাক্ষাৎকারের পত্র
 • এইচ, এল এবং অন্যান্য আবেদনভিত্তিক ভিসা আবেদনকারীরা আই-৭৯৭, আই-১২৯ এবং অন্যান্য আবেদনভিত্তিক নথির অনুলিপি সঙ্গে আনতে পারেন
 • এফ, এম শিক্ষার্থীদের অবশ্যই তাদের মূল আই-২০ আনতে হবে
 • জে এক্সচেঞ্জ ভ্রমণকারীদের অবশ্যই তাদের ডিএস-২০১৯ ফরম আনতে হবে

নিরাপত্তাজনিত কারণ ও স্থানের সীমাবদ্ধতার জন্য ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধু, আত্মীয়, আইনজীবী বা ব্যবসায়িক যোগসূত্র রয়েছে এমন ব্যক্তিসহ আগ্রহী কাউকে ভিসা আবেদনকারীর সঙ্গে সাক্ষাতকারে উপস্থিত থাকার অনুমতি দেয় না। আবেদনকারীকে অবশ্যই উপস্থিত কোন ব্যক্তির সহায়তা ছাড়া সাক্ষাৎকার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসতে হবে।