নতুন মানবিক ও স্বাস্থ্য সহায়তা কোভিড-১৯ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব আরো সুদৃঢ় করবে

প্রেস বিবৃতি
মাইকেল আর পম্পেও, সেক্রেটারি অফ স্টেট
জুলাই ১৫, ২০২০

 

বিশ্বজুড়ে কোভিড-১৯ মোকাবেলায় আমেরিকান জনগণের অতুলনীয় উদারতা ও নিঃস্বার্থপরতা উদাহরণ হয়ে থাকবে। মরণঘাতি এই ভাইরাসের কারণে বিশ্বের সর্বাধিক ঝুঁকিপূর্ণ ও দুর্দশাগ্রস্তদের সহায়তায় চলমান কার্যক্রমকে জোরদার করতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং ইউএসএআইডি অতিরিক্ত ২০৮ মিলিয়ন ডলার নতুন অর্থ-সহায়তার ঘোষণা দিয়েছে। আজকের এই ঘোষণার মধ্য দিয়ে মহামারী প্রাদুর্ভাবের পর থেকে শুধু স্টেট ডিপার্টমেন্ট ও ইউএসএআইডি মিলেই বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবেলায় ১.৫ বিলিয়ন ডলারের বেশি অর্থসহায়তার প্রতিশ্রুতি দিলো।

নতুন ঘোষিত তহবিল থেকে প্রায় ১২৬ মিলিয়ন ডলার মাইগ্রেশন এন্ড রিফুইজি অ্যাসিসটেন্স সহায়তা কর্মসূচির আওতায় বিশ্বের ৪০টির বেশি দেশে শরনার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর পানি, পয়ঃনিষ্কাশন ও পরিচ্ছন্নতা ব্যবস্থা, জীবিকা সহায়তা বৃদ্ধি, এবং সুরক্ষা, স্বাস্থ্য সেবা ও তথ্যে প্রবেশাধিকার বাড়াতে খরচ করা হবে। বৈশ্বিক স্বাস্থ্য খাতের জন্য দেয়া ৬২ মিলিয়ন ডলারের বেশি অর্থসহায়তা দিয়ে আমাদের অংশীদার দেশগুলোকে ভেন্টিলেটর কেনা, যন্ত্রপাতি সরবরাহ পেতে সহায়তা করা, প্রশিক্ষণ, এবং প্রয়োজনীয় উপকরণ সংগ্রহে সহায়তা করা হবে। বাকি ২০ মিলিয়ন ডলার ইন্টারন্যাশনাল ডিজাস্টার অ্যাসিসটেন্স সহায়তার অংশ হিসেবে মহামারীতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মহামারী সময়ের প্রভাব মোকাবেলায় খাদ্য সহায়তা দেয়া হবে।বে।

আমাদের কোভিড-১৯ সহায়তা আমেরিকান জনগণকে নিরাপদ ও সুরক্ষিত রাখার পাশাপাশি আমাদের বৈশ্বিক অংশীদারদের ভাইরাস মোকাবেলার সামর্থ্য বাড়িয়েছে। এই নতুন সহায়তা বিশ্বজুড়ে কোভিড-১৯ মোকাবেলায় যুক্তরাষ্ট্র সরকারের দেয়া ১২.৫ বিলিয়ন ডলারের বেশি সহায়তার অংশ যার মাধ্যমে ভ্যাকসিন ও প্রতিষেধক বিষয়ক গবেষণা ও উন্নয়ন, প্রস্তুতিমূলক কর্মকাণ্ড ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কোভিড-১৯ মোকাবেলায় আমাদের বলিষ্ঠ ও জোরালো কর্মকাণ্ড অব্যাহত রাখার পরও, যুক্তরাষ্ট্রকে অবশ্যই পরবর্তী প্রাদুর্ভাবের জন্য প্রস্তুতি শুরু করতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ ব্যবস্থা গড়ে তোলা ও নেতৃত্ব দেয়ার আমাদের নৈতিক বাধ্যবাধকতা রয়েছে। সক্রিয় চিন্তাভাবনা ও পদক্ষেপ নেয়ার মাধ্যমে পরবর্তী মহামারীর প্রাদুর্ভাব মোকাবেলায় পৃথিবীর প্রস্তুতি নিশ্চিত করতে আমরা যুক্তরাষ্ট্রের সরকার এবং আন্তর্জাতিক ব্যবস্থাকে প্রস্তুত করতে পারি — এবং ভবিষ্যতের মহামারী প্রতিরোধে একসাথে কাজ করতে পারি।