যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বার্তা- বাংলাদেশে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস

(৪ এপ্রিল ২০২১)

বিষয়: ৫ এপ্রিল ২০২১ সোমবার থেকে সারাদেশে সাতদিনের লকডাউন শুরু হয়েছে।

কোভিড-১৯ মহামারীর বিস্তার রোধে বাংলাদেশ সরকার সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। ৫ এপ্রিল থেকে সাত (৭) দিনের জন্য এবং লকডাউন বাড়ানো হলে সে অনুযায়ী বাড়তি সময়ের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাস এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য প্রাত্যহিক সেবা কার্যক্রম বন্ধ থাকবে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের সেবা কার্যক্রমে সাক্ষাতের জন্য ইতোমধ্যে নির্ধারিত সময়সূচী পুনঃনির্ধারণ করা হবে। তাৎক্ষণিক বা জরুরী সেবার জন্য জরুরী সাক্ষাতসূচী নির্ধারণের অনুরোধ জানাতে DhakaACS@state.gov ঠিকানায় ইমেইল করুন।

লকডাউন তুলে নেয়ার পর দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সেবা কার্যক্রমে সাক্ষাতের সময়সূচী পুনরায় চালু করবে।

বাংলাদেশ সরকার ঘোষিত নিষেধাজ্ঞাগুলোর মধ্যে রয়েছে:

  • খাবার-দাবার ও ওষুধ কেনার মতো অতি জরুরী প্রয়োজন ব্যতীত সকলকে সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বাড়িতে অবস্থান করতে হবে।
  • সম্ভব হলে বাড়িতে থেকে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
  • যাত্রীবাহী রেলগাড়িসহ সকল গণপরিবহন বন্ধ থাকবে।
  • আন্তঃজেলা চলাচল বন্ধ থাকবে।
  • অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ থাকবে। আন্তর্জাতিক বিমান চলাচল চালু থাকবে।
  • হোটেল রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণের সুবিধা বন্ধ থাকবে। তবে খাবার কিনে নিয়ে যাওয়ার সুযোগ চালু থাকবে।
  • মুদি সামগ্রী ও ওষুধের দোকান খোলা রাখা যেতে পারে।
  • কেবলমাত্র জরুরী প্রয়োজনে বাজারগুলোতে কেনাকাটার অনুমতি রয়েছে।
  • শপিং মল এবং শরীরচর্চা, ক্রীড়া ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে।
  • যেকোন ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে।
  • প্রতিটি মসজিদে প্রতিদিনের নামাজে সর্বোচ্চ পাঁচজন এবং শুক্রবারের নামাজে সর্বোচ্চ দশজনের অংশ নেয়ার অনুমতি রয়েছে।
  • সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।
  • এটিএম সেবা খোলা থাকবে। ব্যাংক সীমিত পরিসরে চালু থাকতে পারবে।
  • কল-কারখানা কৃষি শিল্প-কারখানাগুলো চালু থাকবে।

লকডাউন বিষয়ে আরো তথ্যের জন্য বাংলাদেশ সরকার ঘোষিত সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ুন: https://cabinet.gov.bd/. বিজ্ঞপ্তিটি “নোটিশ বোর্ড”র আওতায় পাওয়া যাবে।

বিমান চলাচল সম্পর্কিত তথ্যের জন্য আপনার বিমান সংস্থা’র সাথে যোগাযোগ করুন।

যুক্তরাষ্ট্র দূতাবাস, বাংলাদেশ’র হালনাগাদ তথ্যাদি পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম (STEP)-এ নিবন্ধন করুন: https://step.state.gov/.

বাংলাদেশের অবস্থা সম্পর্কে আরো তথ্যের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইট (https://bd.usembassy.gov/) এবং হালনাগাদ তথ্যের জন্য ডিপার্টমেন্ট অফ স্টেট’র travel.state.gov’র কোভিড-১৯ পেইজ দেখুন।

মাদানি এভিনিউ, বারিধারা, ঢাকা-১২১২, বাংলাদেশ ঠিকানায় বাংলাদেশে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসে যোগাযোগের জন্য ছুটির দিন ব্যতীত রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮:০০ টা থেকে বিকাল ৪:৩০ টা পর্যন্ত (৮৮) (০২) ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করতে পারেন। ছুটির দিনে, সপ্তাহান্তে বা অফিস সময়ের পর জরুরী যোগাযোগের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকেরা (০২) ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করুন এবং “০” চাপার পর কর্তব্যরত অফিসারকে চেয়ে নিন।

বাড়তি তথ্যের জন্য আরো যা করতে পারেন:

সহায়তার জন্য: