মিডিয়া নোট: আপনি কি বিশ্বমানের পণ্য ও সেবার ব্যাপারে  আগ্রহী? তাহলে ২৭তম বার্ষিক ইউএস ট্রেড শো পরিদর্শনে আসুন!

আপনি কি বিশ্বমানের পণ্য সেবার ব্যাপারে  আগ্রহী
একুশ শতকের প্রতিযোগিতামূলক বাজারে অংশ নিতে চান ?
তাহলে ২৭তম বার্ষিক ইউএস ট্রেড শো পরিদর্শনে আসুন!

 

যুক্তরাষ্ট্রের ৫০টির বেশি কোম্পানি ২৭২৯ ফেব্রুয়ারি  তিনদিনব্যাপী ট্রেড শোতে অংশগ্রহণ করবে।   সেই সঙ্গে এতে থাকবে যুক্তরাষ্ট্রে ভিসা, যুক্তরাষ্ট্রে অধ্যয়ন, বেসরকারি খাতে যুক্ত হওয়া এবং ভারতপ্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক অভিলক্ষ্য বিষয়ে বিনামূল্য তথ্যবহুল অধিবেশন

 

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ – ঢাকায় প্যান প্যাসিফিক সোনাগাঁও হোটেলে ২৭-২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ২৭তম বার্ষিক ইউএস ট্রেড শো আয়োজনে বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্সের সঙ্গে অংশিদার হতে পেরে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস আনন্দিত। বাংলাদেশী ভোক্তাদের জন্য  যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যেসব উচ্চ মানের, সর্বাধুনিক আমেরিকান পণ্য ও সেবা সরবরাহ করতে পারে, এই ট্রেড শোতে সেগুলো তুলে ধরা হবে। এটি বাংলাদেশের প্রশংসনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্প্রদায়ের অবদান তুলে ধরে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো গভীর ও প্রশস্ত করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার প্রকাশ করে। জ্বালানী, কৃষি-যান্ত্রিকীকরণ এবং খাদ্য ও পানীয় খাতসহ বিভিন্ন খাতে বাংলাদেশে সক্রিয় যুক্তরাষ্ট্রের ৫০টির বেশি কোম্পানি এখানে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

ট্রেড শো চলাকালীন যুক্তরাষ্ট্রের দূতাবাস চারটি তথ্যবহুল সেমিনারের আয়োজন করবে। আগামী২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টায় ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং ওয়ার্ক ভিসাসহ বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়াকরণ নিয়ে দূতাবাস কর্মকর্তারা আলোচনা করবেন। এরপর বিকাল ৫টা ১৫ মিনিটে ধাকবে যুক্তরাষ্ট্রে অধ্যয়ন এবং এডুকেশনইউএসএ অ্যাডভাইসিং সেন্টারসমুহের মাধ্যমে যুক্তরাষ্ট্র দূতাবাসের দেওয়া অধ্যয়ন বিষয়ক বিনামূল্যের পরামর্শ সেবা বিষয়ক একটি অধিবেশন।  আগামী২৯ ফেব্রুয়ারি বিকাল ৩টায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা (ইউএসএআইডি)  বাংলাদেশে বেসরকারি খাতের সুযোগসমুহ শিরোনামে একটি আলোচনার আয়োজন করবে এবং বিকেল ৫টায় যুক্তরাষ্ট্র সরকার ও বেসরকারি খাতের প্রতিনিধিরা আমেরিকার ভারত-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক অভিলক্ষ্য বিষয়ে আলোচনা করবেন।

ঢাকায় বার্ষিক ইউএস ট্রেড শোতে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এই অংশগ্রহণ বাংলাদেশের নিরন্তর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে সহায়তা এবং সেই সঙ্গে বাজারভিত্তিক অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য নীতির ওপর ভিত্তি করে একটি মুক্ত ও ন্যায্য ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে জোরালো অংশিদারিত্বের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার তুলে ধরে।

ট্রেড শো ও যুক্তরাষ্ট্র দূতাবাসের বিনামূল্যের তথ্যভিত্তিক সেমিনারগুলোর ব্যাপারে আরো তথ্য জানতে ভিজিট করুন: https://www.amchambd.org/u-s-trade-show-2020 । ইউএস ট্রেড শোতো একটি বুথ পেতে আগ্রহী ব্যবসা-প্রতিষ্ঠানসমুহ অনুগ্রহ করে ১৬ ফেব্রুয়ারি, ২০২০ এর মধ্যে জনাব এইচ এস আশিকুর রহমান সঙ্গে ০১৮১৯২১২৪৪৫ নম্বরে যোগাযোগ করুন অথবা ইমেইল করুন arahman@amchambd.org