ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম বাংলাদেশের কনিষ্ঠ পর্যায়ের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যুক্তরাষ্ট্রে নয় মাস অবস্থান করে নিজেদের ভাষা শিক্ষাদানের দক্ষতা ঝালিয়ে নেওয়া এবং ক্যাম্পাস, স্থানীয় সম্প্রদায় ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ করে দেয়।
আবেদনের শেষ তারিখ জুলাই ৩১,২০২০
ঢাকা, জুন ৭, ২০২০: ২০২১ – ২০২২ ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট (এফএলটিএ) প্রোগ্রামের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাস আবেদন গ্রহণ করছে। এ প্রোগ্রাম চলবে আগস্ট ২০২১ – মে ২০২২ সময়ে। ফুলব্রাইট এফএলটিএ হচ্ছে নয় মাসের একটি নন ডিগ্রি প্রোগ্রাম। এর প্রধান লক্ষ্য যুক্তরাষ্ট্রের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি ভাষা শিক্ষা কার্যক্রম জোরদার করা। পাশাপাশি ইংরেজি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের জুনিয়র স্তরের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, ইংরেজি ভাষার মান উন্নয়ন করা এবং যুক্তরাষ্ট্র এবং এর সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে তাদের জ্ঞান ও ধারণা বৃদ্ধি করার সুযোগ দেওয়া। আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই, ২০২০।
বাংলাদেশ থেকে যাওয়া ফুলব্রাইট এফএলটিএ- অংশগ্রহণকারীরা সাধারণত আমেরিকান শিক্ষার্থীদের বাংলাভাষা শেখান। শিক্ষক এবং শিক্ষার্থীরা একে অপরের সংস্কৃতি সম্পর্কে জানতে পারেন এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলেন।ফুলব্রাইট এফএলটিএতে অংশগ্রহণকারীরা ভাষা শিক্ষা কার্যক্রমে সপ্তাহে ২০ ঘন্টা পর্যন্ত সহায়তা দিয়ে থাকেন।এছাড়া তাদের প্রতি সেমিস্টারে অন্তত দুটি কোর্সে ভর্তি হতে হয়, যার একটি অবশ্যই হতে হবে ‘আমেরিকান স্টাডিজ’।এফএলটিএতে অংশগ্রহণকারীরা সাংস্কৃতিক অনুষ্ঠান, ভাষা ক্লাব এবং আলোচনার গ্রূপ ইত্যাদি আয়োজন ও পরিচালনায় সহায়তা করবেন। অন্যান্য পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম এবং বিভিন্ন স্থানীয় আউটরিচ প্রকল্পের মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ের সাথে যোগাযোগও গড়ে তুলবেন তারা।
প্রোগ্রামের সব অংশগ্রহণকারী যাতায়াতের বিমানটিকিট, থাকাখাওয়া এবং আনুষঙ্গিক ব্যয়ের জন্য একটি মাসিক উপবৃত্তি, একটি বই ভাতা, স্বাস্থ্য ও দুর্ঘটনা বীমা, ভ্রমণ ভাতা ও অতিরিক্ত লাগেজ ভাতা পাবেন। প্রোগ্রামের সময় পরিবারের সদস্যদের অংশগ্রহণকারীদের সঙ্গে থাকার অনুমতি নেই।
প্রার্থীদের অবশ্যই এই ঠিকানায় অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে: https://apply.iie.org/flta2021/. আবেদন সম্পর্কিত বিস্তারিত নিয়মাবলী এখানে পাওয়া যাবে: https://bd.usembassy.gov/education-culture/student-exchange-programs/.
আরও তথ্যের জন্য অনুগ্রহ করে সংস্কৃতি বিষয়ক বিশেষজ্ঞ মিস রায়হানা সুলতানার সঙ্গে SultanaR1@state.gov এ ঠিকানায় যোগাযোগ করুন। আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই, ২০২০। শেষ তারিখের পরে প্রাপ্ত আবেদন বিবেচনা করা হবে না।