জনাব মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়ে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট ( ওইসিডি) ভুক্ত তেরোটি দেশের ঢাকাস্থ রাষ্ট্রদূত এবং হাই কমিশনারদে

আমরা নিম্নসাক্ষরকারি ঢাকাস্থ মিশন প্রধানগণ গত ২৫ ফেব্রুয়ারি আইনি হেফাজতে জনাব মুশতাক আহমেদের মৃত্যুতে গভীর উদ্বেগ জানাচ্ছি  ।

জনাব আহমেদ গত ৫ই মে ২০২০ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ)  ধারায় বিচারপূর্ব আটক অবস্থায় ছিলেন । আমরা জেনেছি যে বেশ কয়েকবার তাকে জামিন দিতে অস্বীকৃতি জানানো হয়েছে এবং আটকাধীন অবস্থায় তার প্রতি যে আচরণ করা হয়েছে তা নিয়ে উদ্বেগ আছে ।

আমরা তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাই ।

আমরা বাংলাদেশ সরকারকে জনাব মুশতাক আহমেদের মৃত্যুর একটি দ্রুত, স্বচ্ছ, স্বাধীন এবং পূর্ণাঙ্গ তদন্ত করতে আহবান জানাচ্ছি  ।

ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাসমূহ ও এর প্রয়োগে আমাদের সরকারগুলোর যে ব্যাপক উদ্বেগ রয়েছে এবং একইসাথে বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানের প্রতি বাধ্যবাধকতার সাথে এই আইনের সামঞ্জস্য সংক্রান্ত প্রশ্নগুলোর ব্যাপারে আমরা বাংলাদেশ সরকারের সাথে অব্যাহতভাবে আলোচনা চালিয়ে যাবো  ।

###

স্বাক্ষর করেছেন –

High Commissioner of Canada, Mr. Benoit Préfontaine
Ambassador of Denmark, Mrs. Winnie Estrup Petersen
Ambassador of the EU, Mrs. Rensje Teerink
Ambassador of France, Mr. Jean-Marin Schuh
Ambassador of Germany, Mr. Peter Fahrenholtz
Ambassador of Italy, Mr. Enrico Nunziata
Ambassador of the Netherlands, Mr. Harry Verweij
Ambassador of Norway, Mr. Espen Rikter-Svendsen
Ambassador of Spain, Mr. Francisco de Asis Benitez Salas
Ambassador of Sweden, Mrs. Alexandra Berg von Linde
Ambassador of Switzerland, Mrs. Nathalie Chuard
High Commissioner of the United Kingdom, Mr. Robert Chatterton Dickson
Ambassador of the United States of America, Mr. Earl R. Miller