করোনাভাইরাস সংক্রান্ত ভিসা আবেদনকারীদের জন্য তথ্য

বিশ্বব্যাপি কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে ঢাকাস্থ  যুক্তরাষ্ট্র দূতাবাস ১৯ মার্চ, ২০২০ থেকে শুরু করে সকল নিয়মিত ইমিগ্র্যান্ট ও নন-ইমিগ্র্যান্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে। আমরা যত শীঘ্র সম্ভব নিয়মিত ভিসা সেবা আবার শুরু করবো, তবে কোনো সুনির্দিষ্ট তারিখ বলা সম্ভব হচ্ছে না। বর্তমান কার্য পরিস্থিতি জানতে  https://bd.usembassy.gov/visas/ এই ঠিকানায় আমাদের ভিসা ওয়েবপেজ  দেখুন। যেসব আবেদনকারীর জরুরি প্রয়োজন এবং অতি শীঘ্র যুক্তরাষ্ট্রে সফর করতে হবে, তারা অনুগ্রহ করে জরুরি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে  https://www.ustraveldocs.com/bd/bd-niv-expeditedappointment.asp এখানে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন। প্রত্যেকের পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিসা সাক্ষাৎকারের ব্যবস্থা করা হবে।

আমরা যুক্তরাষ্ট্রের নাগরিকদের অত্যাবশ্যকীয় সেবা প্রদান অব্যাহত রাখবো। পাসপোর্ট এবং বিদেশে জন্ম সংক্রান্ত কনস্যুলার প্রতিবেদন (সিআরবিএ) অ্যাপয়েন্টমেন্ট আগের মতোই পাওয়া যাবে, তবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব সংক্রান্ত নোটারি সেবার জন্যে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পেতে অনুগ্রহ করে dhakaacs@state.gov এই ঠিকানায় ইমেইল করুন।

সৃষ্ট অসুবিধার জন্যে আমরা দু:খিত এবং আপনার উপলব্ধি এক্ষেত্রে প্রশংসনীয় । হালনাগাদ তথ্যের জন্য অনুগ্রহ করে আমাদেরকে ফেসবুক (https://www.facebook.com/bangladesh.usembassy) ও টুইটারে (@usembassydhaka).অনুসরণ করুন।