স্বাস্থ্য/ভ্রমণ সতর্কবার্তা – বাংলাদেশে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস (১২ এপ্রিল ২০২১)

স্থান: ঢাকা, বাংলাদেশ

বিষয়: দেশজুড়ে লকডাউন অব্যাহত

 

কোভিড-১৯ ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ সরকার ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউন অব্যাহত রাখার ঘোষণা

দিয়েছে। তাছাড়া, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ (CAAB) ১৪ এপ্রিল থেকে শুরু করে এক সপ্তাহের জন্য বাংলাদেশে সকল আন্তর্জাতিক যাত্রীবাহী বিমানের আগমন ও বহির্গমন স্থগিত করেছে।

 

বিমান চলাচলের স্থগিতাদেশ বিষয়ে আরো তথ্যের জন্য CAAB’র ওয়েবসাইট দেখুন, https://cabinet.gov.bd/। বিমানযাত্রার সময়সূচী পরিবর্তনের জন্য আপনার বিমান সংস্থার সাথে যোগাযোগ করুন। লকডাউন বিষয়ে আরো তথ্যের জন্য বাংলাদেশ সরকার ঘোষিত সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়ুন: https://cabinet.gov.bd/. বিজ্ঞপ্তিটি “নোটিশ বোর্ড”র আওতায় পাওয়া যাবে।

১। সকল সরকারী, আধা সরকারী ও বেসরকারী অফিস বন্ধ থাকবে।

২। সকল ধরনের যানবাহন (সড়ক, সমুদ্র ও রেলপথসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল) বন্ধ থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পরিবহন, উৎপাদন ও জরুরী ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।

৩। খাবার-দাবার ও ওষুধ কেনার মতো জরুরী পরিস্থিতি ও অতি প্রয়োজন ব্যতীত সকলকে বাড়িতে অবস্থান করতে হবে।

৪। কল-কারখানা ও জরুরী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান চালু থাকবে।

৫। রেস্তোরাঁ (আবাসিক হোটেলের রেস্তোরাঁসহ) ও খাবারের দোকানগুলো খাবার কিনে নিয়ে যাবার সুবিধার্থে সীমিত সময়ের জন্য চালু থাকবে।

৬। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাড়তি টহল, শহরজুড়ে অনিয়মিত চেকপয়েন্ট স্থাপন ও ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট আদালত পরিচালনার মাধ্যমে লকডাউন বাস্তবায়ন করছে।

যুক্তরাষ্ট্র দূতাবাস যুক্তরাষ্ট্রের সকল নাগরিককে বাংলাদেশ সরকারের সকল আইন ও স্থানীয় সরকারের সকল অধ্যাদেশ অনুসরণ এবং অফিসের বা ব্যক্তিগত সেল ফোন পুরো চার্জ দেয়া অবস্থায় বহন করাসহ পর্যাপ্ত ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা অনুশীলনের কথা মনে করিয়ে দিচ্ছে।

১৪ এপ্রিল, বুধবার থেকে লকডাউনের সময়সীমা পর্যন্ত যুক্তরাষ্ট্র দূতাবাস ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য প্রাত্যহিক সেবা কার্যক্রম বন্ধ থাকবে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সেবা কার্যক্রমে সাক্ষাতের জন্য ইতোমধ্যে নির্ধারিত সময়সূচী পুনঃনির্ধারণ করা হবে। তাৎক্ষণিক বা জরুরী সেবার জন্য জরুরী সাক্ষাৎসূচী নির্ধারণের অনুরোধ জানাতে DhakaACS@state.gov ঠিকানায় ইমেইল করুন। লকডাউন তুলে নেয়ার পর দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সেবা কার্যক্রমে সাক্ষাতের সময়সূচী পুনরায় চালু করবে।

যুক্তরাষ্ট্র দূতাবাস, বাংলাদেশ’র হালনাগাদ তথ্যাদি পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম (STEP)-এ নিবন্ধন করুন: https://step.state.gov/

বাংলাদেশের অবস্থা সম্পর্কে আরো তথ্যের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইট (https://bd.usembassy.gov/) এবং হালনাগাদ তথ্যের জন্য ডিপার্টমেন্ট অফ স্টেট’র travel.state.gov’র কোভিড-১৯ পেইজ দেখুন।

মাদানি এভিনিউ, বারিধারা, ঢাকা-১২১২, বাংলাদেশ ঠিকানায় বাংলাদেশে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসে যোগাযোগের জন্য ছুটির দিন ব্যতীত রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮:০০ টা থেকে বিকাল ৪:৩০ টা পর্যন্ত (৮৮) (০২) ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করতে পারেন। ছুটির দিনে, সপ্তাহান্তে বা অফিস সময়ের পর জরুরী যোগাযোগের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকেরা (০২) ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করুন এবং “০” চাপার পর কর্তব্যরত অফিসারকে চেয়ে নিন।

বাড়তি তথ্যের জন্য আরো যা করতে পারেন:

সহায়তার জন্য: